কলকাতা: ফের একবার ঋত্বিক ঘটকের জীবন বড়পর্দায়। মুখ্যভূমিকায় রয়েছেন শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। বড়পর্দায় আসতে চলেছে কিংবদন্তি চিত্র পরিচালকের জীবন নিয়ে ছবি। কিন্তু কেন শিলাজিৎ-কে এই চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন পরিচালক? ছবি জুড়ে কোন কোন অংশকে তুলে ধরা হবে এই কিংবদন্তির জীবনের? এবিপি লাইভকে 'অলক্ষ্যে ঋত্বিক' সিনেমার ভাবনা জানালেন পরিচালক শুভঙ্কর ভৌমিক।
গোটা ছবি জুড়ে ঋত্বিক ঘটকের জীবনের কোন কোন অংশ তুলে ধরা হবে? শুভঙ্কর বলছেন, 'আমরা মূলত ঋত্বিক ঘটকের কর্মজীবনকে তুলে ধরতে চেয়েছি। তাঁর জীবনে যে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, ছবি বানাতে গিয়ে তাঁকে যে লড়াইগুলি করতে হয়েছে, সেই সমস্ত দিকগুলি তুলে ধরা হবে এই ছবিতে। এখানে ঋত্বিক ঘটকের ভূমিকায় দেখা যাবে শিলাজিৎদাকে। আর ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমার ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে।'
কেন শিলাজিৎকেই ঋত্বিক ঘটক হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক? শুভঙ্কর বলছেন, 'প্রথমে তো শিলাজিৎদা ছবিটা করতেই চাননি। বলেছিলেন, তিনি এই কঠিন চরিত্রে অভিনয় করতেই পারবেন না। তবে আমরা খুব অনুরোধ করেছিলাম, একবার চেষ্টা করে দেখার জন্য। যখন লুক সেট হল, দেখলাম উনি নিজেও যেন কোথাও না কোথাও চরিত্রটার সঙ্গে মিশে গিয়েছেন। প্রবল আগ্রহ। আমরা প্রস্থেটিক ব্যবহার করেছিলাম। কিন্তু তারপরেও আমরা যে লুকটা চেয়েছিলাম, সেটা আসছিল না। সেই কারণে শিলাজিৎদার চুল কেটে ফেলতে হয়। উনি একবারের জন্যও আপত্তি করেননি। বরং ওঁর মন ছিল অভিনয়ে। কীভাবে চরিত্রটাকে আরও কাছাকাছি করা যায়, সেই চেষ্টাই উনি করে গিয়েছেন। সত্যিই অসাধারণ অভিনেতা। ট্রেলার রিলিজ করে গিয়েছে। অনেকেই বলছেন শিলাজিৎদাকে অনেকটাই ঋত্বিক ঘটকের মতোই দেখাচ্ছে। উনি ভীষণ ভাল অভিনয় করেছেন। আশা করি ছবিটা যখন মুক্তি পাবে, সবার পছন্দ হবে।' এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতা, উত্তরবঙ্গ, মুম্বই ও ভাইজ্যাকে।
এই ছবিতে ঋত্বিক ঘটক হিসেবে দেখা যাবে শিলাজিৎ-কে। সুরমার চরিত্রে দেখা যাবে পায়েলকে। বাসু ভট্টাচার্য্যের চরিত্রে রয়েছেন রাজ। বিমল রায়ের চরিত্রে রয়েছেন বি ডি মুখোপাধ্যায়। দিনেন গুপ্তের চরিত্রে রয়েছেন কল্যাণ সিংহ রায়। সলিল চৌধুরীর চরিত্রে রয়েছেন মৃণ্ময় কাঞ্জিলাল। ঋষিকেশ মুখোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন দেবব্রত। ডঃ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন সৈকত ঘটক। দিলীপরঞ্জ মুখোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়। রিঙ্কি রায়ের চরিত্রে রয়েছেন দেবরাতি পাল।