MG ZS EV Cars: বিগত কয়েক বছরে বৈদ্যুতিন গাড়ির চাহিদা পাল্লা দিয়ে বেড়েছে ভারতের বাজারে। আপনিও যদি এই নতুন বছরে একটি বৈদ্যুতিন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য বড় সুযোগ রয়েছে। এমজি জেডএস ইভি (MG ZS EV) আপনি কিনতে পারেন যাতে এক ধাক্কায় ২.৫ লক্ষ টাকার ছাড় পাবেন আপনি। এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৫-এর জন্যই শুধু এই ছাড়ের (EV Discount) সুযোগ রয়েছে। ফলে এই মাসে আপনি যদি এমজি মোটরসের এই গাড়ি কেনেন তাহলে ২.৫ লক্ষ টাকা বেঁচে যাবে আপনার।
২০২৫ সালের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে এই সংস্থা জেড এস ইভির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, তারপরে এখন সেই দামে স্বস্তি মিলেছে। আগের মাসে এই ইভিতে ১.৬৯ লক্ষ টাকা দাম বাড়ানো হয়েছিল। তবে এখন এই গাড়িতেই মিলছে ২.৪৫ লক্ষ টাকার ছাড়ের সুযোগ। কোন ভ্যারিয়ান্টে কত ছাড় মিলছে এই গাড়িতে ?
এমজি জেডএস ইভি ২০২৪-এর এক্সিকিউটিভ ভ্যারিয়ান্টে মোট ২.৪৫ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে জেডএস ইভি এক্সাইট প্রো ভ্যারিয়ান্টে ১.৮৫ লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এমজির জেড এস ইভি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ প্লাস এবং এসেন্স ভ্যারিয়ান্টে ১.৮৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আর এর জেডএস ইভির ১০০ বছরের সংস্করণে আপনি পেয়ে যাবেন ১.৮৫ লক্ষ টাকার ছাড়। তবে জেডএস ইভির বেস মডেলের দাম কিন্তু আগের মাসে বাড়ানো হয়নি। এখনও এই ভ্যারিয়ান্টটি আপনি ১৮.৯৮ লক্ষ টাকায় পেয়ে যাবেন। শুধুমাত্র এমজি জেডএস ইভি (EV Discount) ২০২৫ ভ্যারিয়ান্টের জন্য ২.০৫ লক্ষ টাকার ছাড় মিলছে।
এমজি মোটরসের এই ইভির পাওয়ারট্রেন নিয়ে কথা বলতে হলে প্রথমেই উল্লেখ করতে হয় এতে আপনি পাবেন ৫০.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, এর কারণে এই গাড়িটিতে একবার সম্পূর্ণ চার্জ দিলে আপনি ৪৬১ কিমি যেতে পারবেন। এডিএএস অটোনমাস লেভেল ২-এর ফিচার্স থাকবে এই গাড়িতে যার কারণে গাড়িটি মাত্র ৮.৫ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি এনে দেবে।
আরও পড়ুন: Income Tax Bill: এই দিন থেকে চালু হবে নয়া আয়কর আইন, ক্রিপ্টো, ক্যাপিটাল গেইন কর সহ আরও কী বদল ?
Car loan Information:
Calculate Car Loan EMI