একইসঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও অভিজিৎ প্রশ্ন করেছেন, এই পাকিস্তানি শিল্পীদের ভিসা দিয়ে এদেশে আসার লাল কার্পেট পেতে দেওয়া হল কোন যুক্তিতে? প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, মণিশঙ্কর আয়ারকেও অভিযুক্ত করেছেন তিনি।
এর আগেও বলিউডে পাক গায়ক, গায়িকা ও অভিনেতা, অভিনেত্রীদের সুযোগ পাওয়ার বিরুদ্ধে মুখ খোলেন অভিজিৎ। পাক গায়ক গুলাম আলির কনসার্ট এ দেশে বেশ কিছু শহরে বন্ধ হয়ে যাওয়ায় টুইটারে খুশি চেপে রাখেননি তিনি।
একা অভিজিৎ নন, বলিউড জুড়েই পাক অভিনেতা, অভিনেত্রী, গায়ক গায়িকাদের বহিষ্কার করার দাবি উঠেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ৪৮ ঘণ্টার ডেডলাইন দিয়েছে পাকিস্তানি শিল্পীদের। জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে দেশ না ছাড়লে তাঁদের বের করে দেওয়া হবে। তাদের সাফ হুমকি, ওই সব চরিত্রাভিনেতাদের তো পেটানো হবেই, তাঁদের যাঁরা কাজ দিয়ে ডেকে আনেন, সেই পরিচালক, প্রযোজকরাও ছাড় পাবেন না।