মুম্বই: উরি হামলার প্রেক্ষিতে বলিউড থেকে তাড়িয়ে দেওয়া হোক পাক অভিনেতা, অভিনেত্রীদের। টুইটারে দাবি করলেন গায়ক অভিজিৎ। ফাওয়াদ খান ও মীরার মত পাকিস্তানি অভিনেতা, অভিনেত্রীদের ছবিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক কর্ণ জোহর ও মহেশ ভট্টের কড়া সমালোচনা করেছেন তিনি। অভিজিতের অভিযোগ, এই পরিচালকরা 'দেশদ্রোহী', পাক শিল্পীদের এঁরা শুধু সুযোগই দিচ্ছেন না, খাইয়ে দাইয়ে পরিপুষ্ট করছেন। তাঁর বক্তব্য, বলিউড সমকামীতে ভরে গেছে। তাই পাঠান বয়ফ্রেন্ডের লোভ সামলাতে না পেরে ফাওয়াদ খানদের নেমন্তন্ন করে আনা হচ্ছে এ দেশে। নাম না করে সুপারস্টার খানদেরও অভিযুক্ত করেছেন তিনি। তাঁর দাবি, 'দেশের শত্রু' হওয়ার জন্য কড়া শাস্তি দেওয়া হোক এঁদের।






একইসঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও অভিজিৎ প্রশ্ন করেছেন, এই পাকিস্তানি শিল্পীদের ভিসা দিয়ে এদেশে আসার লাল কার্পেট পেতে দেওয়া হল কোন যুক্তিতে? প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, মণিশঙ্কর আয়ারকেও অভিযুক্ত করেছেন তিনি।


এর আগেও বলিউডে পাক গায়ক, গায়িকা ও অভিনেতা, অভিনেত্রীদের সুযোগ পাওয়ার বিরুদ্ধে মুখ খোলেন অভিজিৎ। পাক গায়ক গুলাম আলির কনসার্ট এ দেশে বেশ কিছু শহরে বন্ধ হয়ে যাওয়ায় টুইটারে খুশি চেপে রাখেননি তিনি।
একা অভিজিৎ নন, বলিউড জুড়েই পাক অভিনেতা, অভিনেত্রী, গায়ক গায়িকাদের বহিষ্কার করার দাবি উঠেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ৪৮ ঘণ্টার ডেডলাইন দিয়েছে পাকিস্তানি শিল্পীদের। জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে দেশ না ছাড়লে তাঁদের বের করে দেওয়া হবে। তাদের সাফ হুমকি, ওই সব চরিত্রাভিনেতাদের তো পেটানো হবেই, তাঁদের যাঁরা কাজ দিয়ে ডেকে আনেন, সেই পরিচালক, প্রযোজকরাও ছাড় পাবেন না।