নয়াদিল্লি: অনুষ্ঠান চলাকালীন ড্রোনের আঘাত মাথায়, চেন্নাইয়ে আহত সঙ্গীতশিল্পী বেনি দয়াল (Benny Dayal)। তামিলনাড়ুর চেন্নাইয়ে (Chennai) কনসার্ট চলছিল শিল্পীর, সেই অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছিল ড্রোন (drone) দিয়ে। হঠাৎই তা পড়ে যায় এবং শিল্পীর মাথার পিছন দিকে আঘাত করে বলে জানা গেছে। 


ড্রোন পড়ল মাথায়, নিজের অনুষ্ঠানে আহত বেনি দয়াল


শুক্রবার, 'বদতমিজ দিল' গায়ক ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এই দুর্ভাগ্যজনক ঘটনা বিস্তারে জানান তিনি। ড্রোনের ফ্যান দিয়ে আঘাত পেয়েছেন মাথায় এবং আঙুলে, জানান গায়ক। তিনি ভিডিওয় বলেন, 'ড্রোনের ফ্যানগুলো, ওগুলো আমার মাথার পিছনে পড়ে ও বেশ খানিকটা কেটে ছোড়েও গেছে। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে। কিন্তু বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই এর থেকে সেরে উঠব বলে আশা করছি।'


বেনি দয়াল বাকি সকল শিল্পীদের উদ্দেশে বলেন তাঁরা যেন চুক্তিতে একটি শর্ত যুক্ত করে নেন, ইভেন্ট আয়োজকদের পেশাদার ড্রোন অপারেটর রাখার জন্য অনুরোধ করে। তাঁর অনুরোধ, 'এই থেকে বলার, প্রত্যেক শিল্পী নিজেদের টেকনিক্যাল রাইটারে অবশ্যই একটি শর্ত রাখবেন যে, ড্রোন যেন কোনওভাবেই শিল্পীর পারফর্ম করার সময় খুব কাছে না আনা হয় কারণ কিছুতেই শিল্পীর সঙ্গে ড্রোনের চলাফেরার সামঞ্জস্য বজায় রাখা সম্ভব নয়।' তিনি আরও বলেন, 'দয়া করে, প্রত্যেক কলেজ, সংস্থা, শো ও ইভেন্ট আয়োজকেরা, দয়া করে সার্টিফায়েড ড্রোন অপারেটর আনবেন নয়তো ব্যাপারটা খুবই বিপজ্জনক। ড্রোন চালানোর জন্য সার্টিফায়েড ব্যক্তিই যেন থাকেন।'


সবশেষে তিনি বলেন, 'আমরা সকলে শিল্পী। আমরা কেবল মঞ্চে গান গাইছি। আমরা বিজয় বা অজয় বা সলমান খান বা প্রভাস বা কোনও অ্যাকশন ফিল্ম নই। ওইসব স্টান্ট করার কোনও প্রয়োজন নেই। একটা সাধারণ অনুষ্ঠান করলেই হয়ে যায়। আমাদের কেবল ভাল দেখতে লাগুক এটুকুই চাই। ড্রোনটা ভীষণ কাছে এসে শিল্পীকে আঘাত করার তো প্রয়োজন নেই।'


 






বেনি দয়ালের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির অনেকেই কমেন্ট সেকশনে চিন্তা প্রকাশ করেন। অরমান মালিক লেখেন, 'এতো সাংঘাতিক ঘটনা। তাড়াতাড়ি সেরে ওঠো বেন।' শার্লি সেটিয়া লেখেন, 'হায় ভগবান! আমাদের দেখা হওয়ার পরেই ঘটেছে নিশ্চয়ই। খেয়াল রেখো বেনি, খুব তাড়াতাড়ি সেরে ওঠো।'


আরও পড়ুন: Virat Kohli: বিরাটের গলায় রুদ্রাক্ষের মালা, পরনে ধুতি; স্ত্রী অনুষ্কাকে নিয়ে মহাকাল জ্যোতির্লিঙ্গে দিলেন পুজো


প্রসঙ্গত, বলিউডের অজস্র হিট গানের নেপথ্য কণ্ঠ বেনি দয়ালের। তাঁর অত্যন্ত জনপ্রিয় গানের মধ্যে 'লেটস্ নাচো', 'লোচা-এ-উলফত', 'লত লগ গই' ও 'বদতমিজ দিল' অন্যতম।