মধ্যপ্রদেশ: সামনেই ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Austrelia) চতুর্থ টেস্ট ম্যাচ (Test Match) তার আগেই উজ্জয়িনীর (Ujjain) মহাকাল (Mahakal) জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়ে সস্ত্রীক পুজো দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা পরে বিরাট কোহলিকে দেখা গেল মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে। এক নজরে দেখে চেনা যায় না।
শাড়ি পরে বিরাটের সামনে বসে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল (Viral) হয়েছে ইতিমধ্যেই। বিরুষ্কাকে দেখে অসংখ্য অনুরাগীরাও ভিড় করেছিলেন সেখানে।
আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীর চৌধুরীর পারবিবারিক কোন বিষয়ে মন্তব্যে গলা চড়ান কৌস্তভ
অনুষ্কা একদম মন্দিরের মূল দরজার সামনে বসেছিলেন। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে সাদা ধুতি গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা যায়। অনুষ্কা জানান, মহাকালের মন্দিরে তাঁদের দর্শন ভাল হয়েছে।
কিছুদিন আগে এই মন্দিরে পুজো দেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল। স্ত্রী মেহা প্যাটেল আজ ভোর ৩টেয় মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরে মহাকাল মন্দিরে আরতিতে অংশ নিয়েছিলেন। 'ভস্ম আরতি'-তে অংশ নেওয়ার পর অক্ষর প্যাটেল তাঁর স্ত্রী মেহাকে নিয়ে শিবলিঙ্গে 'জল অভিষেক' আচার পালন করেন ।
এর আগে নববিবাহিত দম্পতি কেএল রাহুল এবং আথিয়া শেট্টি মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন । মন্দিরে আরতি করে আশীর্বাদ কামনা করেন এই সেলেব দম্পতি ।