কলকাতা: গুরুতর অভিযোগ 'সা রে গা মা পা' (Sa Re Ga Ma Pa) খ্যাত গায়ক গৌরব সরকারের (Gourab Sarkar) বিরুদ্ধে। বিয়ের কথা দিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল গায়কের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুললেন শ্রেয়সী চট্টোপাধ্যায় (Sreyashi Chatterjee)। প্রোফাইল অনুসারে তিনিও গায়িকা ও রাজ্য সরকারের অর্থ ও রাজস্ব বিভাগে কর্মরতা। 


গৌরবের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ শ্রেয়সীর?


দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন শ্রেয়সী। গৌরব সরকারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তার ক্যাপশনে লেখেন, 'হ্যালো সকলে... আজ এমন কিছু পোস্ট করতে যাচ্ছি যা আমি সাধারণত কখনও পোস্ট করি না... বিগত অনেক মাস ধরে অনেকেই জানে যে আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম। আসলে পরশু অবধিও আমরা সম্পর্কে ছিলাম।' কিন্তু কী হল তারপর? সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সীর প্রোফাইল খানিক ঘাঁটলেই গৌরব সরকারের সঙ্গে অজস্র ছবি দেখতে পাওয়া যাবে। একাধিক ছবির ক্যাপশন দেখে স্পষ্ট একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। একসঙ্গে দার্জিলিংও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তারপর?


শ্রেয়সী চট্টোপাধ্যায় লিখে চলেন, '২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ারও কথা ছিল। সেই মতো আমার পরিবার থেকে ব্যাঙ্কোয়েট বুকিং, ফটোগ্রাফি টিম বুকিং, সোনা গয়না বানানো সবকিছুই হয়ে যায় প্রায়। এই বছর সেপ্টেম্বর মাসে এমনকী আমাদের এনগেজমেন্টের কথাও ছিল। সবকিছু ঠিক ছিল বলে প্রথমে রাজি না হলেও পরে আমার মা আমাদের এই দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি আমাকে দেয়। গৌরবও মাকে রাজি করিয়ে নেয়।' 




কিন্তু এই ট্রিপে গিয়েই নাকি সমস্যার সৃষ্টি হয়! শ্রেয়সী বলেন, 'কিন্তু আমি বুঝতেই পারিনি যে এই ট্রিপটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই, আমরা একসঙ্গে ভবিষ্যতে ভাল থাকতে পারব না।' তাঁর দাবি এর আগেও তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন, কিন্তু তখন কোনও 'সমস্যা'র কথা মনে হয়নি গৌরবের। ঘুরে ফেরার পর সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয় গৌরব, দাবি শ্রেয়সীর। পোস্টেই শ্রেয়সী জানান যে, বাবা নেই তাঁর, মা-মেয়ে একা এই ঘটনার পর থেকে ভীত রয়েছেন। তিনি লেখেন, 'ভয় পাচ্ছি, সত্যি ভয় পাচ্ছি এবার...'। 


 



এখানেই শেষ নয়। এরপরেও একাধিক পোস্ট করেছেন শ্রেয়সী। একদিন আগে লেখেন, 'নিজের মনের সঙ্গে মস্তিষ্কের এই যুদ্ধটা বড় কঠিন...'। শেষ পোস্টে তিনি লেখেন, 'এই ৩ দিনে অনুভব করলাম এখনকার দিনেও মেয়েরা কতটা অসহায়। স্রোতের বিপরীতে গিয়ে কোনও কিছুতে প্রতিবাদ করতে চাইলে তার কতরকম খারাপ, ভাল ভেবে সর্বোপরি সমাজের কথা ভেবে তাকে সিদ্ধান্ত নিতে হয়।'


আরও পড়ুন: Shantanu Maheshwari: প্রতারণার শিকার আলিয়ার 'প্রেমিক'! সোশ্যাল মিডিয়ায় 'ভয়াবহ' অভিজ্ঞতা শোনালেন শান্তনু


অন্যদিকে নিজের কাজ ও দার্জিলিং ট্রিপ নিয়ে একাধিক ছবি পোস্ট করেন গৌরব। ২১ জানুয়ারি বিমানবন্দরে দাঁড়িয়ে একসঙ্গে দার্জিলিং উড়ে যাওয়ার পোস্টও করেন তিনি। তবে এই সম্পর্কের ভাঙাগড়ার প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় কিছুই বলেননি। এই ব্যাপারে গৌরবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিশেষ কিছু বলতে চাননি। 




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে