UPSC Exam: ছবির গল্পের মত জীবন। কুলি থেকে একেবারে আইএএস অফিসার। কঠোর দারিদ্র্যের মধ্যেও জেদ কমেনি একটুও। পড়াশোনা করে বড় কিছু হতে হবে, এই স্বপ্ন নিয়ে স্টেশনে বসে বসেই পড়াশোনা করতেন শ্রীনাথ (Sreenath K) আর সেভাবেই পরিশ্রম আর নিষ্ঠায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পেটের দায়ে যাকে একদিন কুলিগিরি করতে হয়েছিল, তিনিই নিজের পরিচয় গড়ে তুললেন একেবারে অন্যভাবে। জানেন শ্রীনাথের সাফল্যের কাহিনি (IAS Success Story) ?


কষ্টে বড় হওয়া শ্রীনাথের


কেরালার মুন্নার জেলায় বড় হয়েছেন শ্রীনাথ, পরে কাজের সূত্রে তাঁকে চলে আসতে হয় এর্নাকুলামে। পরিবারে এতই অভাব যে খুব ছোটবেলা থেকেই কাজ করতে হয়েছে তাঁকে। রেলস্টেশনে কুলির কাজ করতেন শ্রীনাথ। প্রবল দারিদ্র্যের মধ্যেই দিন কাটত তাঁর। বাড়িতে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনে দুটি শিফটে কাজ করে দৈনিক ৪০০-৫০০ টাকা উপার্জন হত শ্রীনাথের (Sreenath K)। কিন্তু এত কষ্টের মধ্যেও লেখাপড়ার ইচ্ছে দমে যায়নি তাঁর। দারিদ্র্যের মধ্যেও চালিয়ে গিয়েছেন পড়াশোনা।


কঠোর প্রস্তুতি


কুলির কাজ করতে করতে অবসরে স্টেশনে বসেই মোবাইলে পড়াশোনা করতেন শ্রীনাথ। UPSC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ২০১৬ সালে প্রথম সারা দেশের রেলস্টেশনগুলিতে চালু হয় বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা। রেলটেল এবং গুগলের যৌথ সহায়তায় এই ওয়াইফাই ব্যবস্থা চালু হয়। আর এটাই জাদুকাঠি হয়ে যায় শ্রীনাথের (Sreenath K) কাছে। অভাবের দরুণ পড়াশোনার ইচ্ছে থাকলেও বই কিনতে পারতেন না। ওয়াইফাইতে বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করে তাই দিয়েই চলল দুরন্ত প্রস্তুতি (IAS Success Story)। নিজের আয় থেকে টাকা বাঁচিয়ে মেমোরি কার্ড, আর ইয়ারফোন কিনেছিলেন শ্রীনাথ। মোবাইলে অবসর পেলেই পড়াশোনা করতেন, শুনতেন অডিয়োবুক।


UPSC জয়


২০১৮ সালে KPSC বা কেরালা পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় বসেন তিনি, কিন্তু সেই পরীক্ষায় ফলাফল ভাল লাগেনি শ্রীনাথের। তবে পরে UPSC পরীক্ষায় বসেন তিনি এবং প্রথম প্রয়াসেই চতুর্থ স্থান অধিকার করেন শ্রীনাথ কে। একটি সাক্ষাৎকারে তিনি জানান যে গুগল এবং ওয়াইফাই তাঁর জীবন বদলে দিয়েছে। গুগল ইন্ডিয়ার থেকে তাঁর কাহিনি শেয়ারও করা হয়েছিল। সেই বছরই বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর সাফল্যের জন্য শ্রীনাথকে সম্মানিত করেন।


দৃষ্টান্ত শ্রীনাথ


শ্রীনাথের (Sreenath K) জীবন বুঝিয়ে দিয়েছে, জীবনে কোনও স্থির লক্ষ্য থাকলে কাজের প্রতি প্রবল ইচ্ছা আর জেদ থাকলে যে কোনও বাধাই অতিক্রম করা সম্ভব। দারিদ্র্য কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না সাফল্যের পথে।   


আরও পড়ুন: IAS Success Story: প্রথম চেষ্টায় IAS হয়েও পদত্যাগ! তার পরও বিকাশ দিব্যকীর্তি পড়ুয়াদের আইডল, কেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI