নয়াদিল্লি: সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত সঙ্গীতশিল্পী জুবিন নওটিয়াল (Singer Jubin Nautiyal)। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে (Hospitalised)। গায়কের টিমের তরফে জানানো হয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত জুবিন। ভেঙেছে কনুই, পাঁজরে চিড় ধরেছে এবং মাথাতেও আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের তরফে তাঁকে ডান হাত আপাতত ব্যবহার করতে বারণ করা হয়েছে, অপারেশন করা হবে বলেও জানা গেছে। 


হাসপাতালে জুবিন নওটিয়াল


দুর্ঘটনার শিকার জুবিন নওটিয়াল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম গায়ক। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করতে শুরু করেছেন অনুরাগীরা। 


'রাতাঁ লম্বিয়াঁ' গায়কের ডান হাতে অস্ত্রোপচার হয়েছে ইতিমধ্যেই। সেই হাত ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাঁকে হয়তো শুক্রবারই ছেড়ে দেওয়া হবে। 


 






 


সম্প্রতি সিংহলি গায়িকা ইয়োহানির সঙ্গে 'তু সামনে আয়ে' গানটি গেয়েছেন জুবিন। সেই গানের শ্যুটিং হয়েছে লাদাখে। সম্প্রতি গত সপ্তাহেই লাদাখে একটি কনসার্টে পারফর্ম করেন তিনি। এছাড়া মুক্তি পেয়েছে ভিকি কৌশলের আগামী ছবি 'গোবিন্দা নাম মেরা'র গান 'বনা শরাবি' গানটি। সেটিও তাঁরই গাওয়া।


 






আরও পড়ুন: Paresh Rawal : পরেশ রাওয়ালের ভোট-ভাষণে বাঙালিদের মাছভাজা নিয়ে কটাক্ষে ঝড়, ক্ষমা চেয়ে লিখলেন ...


২০১১ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নেন জুবিন। পৌঁছন শেষ ২৫-এও। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন 'এক মুলাকাত' গানের হাত ধরে ২০১৪ সালে। এরপর একাধিক হিট গানে তাঁর কণ্ঠ শুনেছেন শ্রোতারা। এখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশবাসী।