মুম্বই: এক সাংঘাতিক কাণ্ড ঘটালেন রাকেশ বলোডিয়া (Rakesh Balodiya), সঙ্গীতশিল্পী কুমার শানুর (Kumar Sanu) অনুরাগী। ১২০০ কিলোমিটারের সোলো সাইকেল রাইড (Solo Cycle Ride) সারলেন, পৌঁছলেন রাজস্থান (Rajasthan) থেকে মুম্বই (Mumbai)। দেখা করলেন তাঁর পছন্দের তারকা গায়কের সঙ্গে। 


১২০০ কিমি সাইকেল চালিয়ে এসে কুমার শানুর সঙ্গে সাক্ষাৎ অনুরাগীর


রাজস্থানের ঝুনঝুনু থেকে সাইকেল চালিয়ে মুম্বই পৌঁছলেন রাকেশ বলোডিয়া। দেখা করলেন প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার নিজের আবেগ প্রকাশ করার ভাষা নেই। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন থেকে কুমার শানুর দান শোনা শুরু করি। ওঁর থেকে অনুপ্রাণিত হয়েই আমার নিজের গান গাওয়ার ধরন পেয়েছি, ওঁর গানের জন্য নিজের শহরে আমি বিপুল ভালবাসা পেয়েছি, নয়তো আমি জানি না আজ আমি কী করতাম। তাই কেবলমাত্র ভালবাসাই আমাকে আজ এখানে নিয়ে এসেছে। আমি যখন এই যাত্রা শুরু করছিলাম তখন আমার পরিবার ও বাকি সকলেই আমার পাশে দাঁড়ান, কারণ আমার শহরে সকলেই জানেন যে শানু দাকে আমি কতটা ভালবাসি।'


রাকেশ মুম্বইয়ে কুমার শানুর বাড়িতে পৌঁছতেই তাঁকে সাদরে আমন্ত্রণ জানান শিল্পী। উষ্ণ অভ্যর্থনা ও আলিঙ্গন করেন কুমার শানু। প্রিয় তারকার জন্য হাতে করে ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন রাকেশ। তাঁর এই দুর্দান্ত সফর গোটা দেশজুড়ে মানুষের নজর কেড়েছে, প্রশংসাও পেয়েছে। 


এএনআইকে কুমার শানু বলেন, 'অনুরাগীরা আমাদের এত ভালবাসেন, এত ভাল লাগে। রাকেশ এত দূর থেকে ১২০০ কিমি সাইকেল চালিয়ে শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছে, সেই কারণে তাঁকে জড়িয়ে ধরি আমি, আমাকে আবেগঘন করে দিয়েছে গোটা ঘটনা। প্রথমে, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে কেউ অত দূর থেকে বাইসাইকেল চালিয়ে আসবে শুনে। তাই পথে কিছু হয়ে না যায় সেই চিন্তায় ছিলাম, এবং আজ ওঁকে দেখে বেশ স্বস্তি পেয়েছি। খুবই ভাল লাগছে।'


আরও পড়ুন: Pushpa 2: হায়দরাবাদে 'পুষ্পা ২' ছবির দীর্ঘ শ্যুটিং শিডিউল শুরু করতে চলেছেন অল্লু অর্জুন


কুমার শানুর গান এখনও ভারতবাসীর মুখে মুখে ফেরে। 'চুরা কে দিল মেরা', 'লড়কি বড়ি অঞ্জানি হ্যায়', 'আপ কা আনা দিল ধড়কানা'র মতো জনপ্রিয় প্রচুর হিন্দি গানের পাশাপাশি, মরাঠি, নেপালি, অসমিয়া, পাঞ্জাবি, ওড়িয়া, ছত্তিসগঢ়ি, উর্দু, পালি, ইংরেজি এবং অবশ্যই বাংলা গান গেয়েছেন কুমার শানু। 


১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত, কুমার শানু পরপর পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 'সেরা নেপথ্য গায়ক পুরুষ'-এর তকমা জিতে রেকর্ড সৃষ্টি করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial