নয়াদিল্লি: জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর ট্যুইটারে তাঁর পুরানো দিনের একটা ছবি পোস্ট করেছেন। লতা জানিয়েছেন, এই ছবি নিজেই তুলেছিলেন তিনি।
লতা বলেছেন, এই ছবি ১৯৫০-এর দশকের। বর্তমানে এ ধরনের ছবিকে সেলফি বলা হয়।



সেইসঙ্গে আরও একটি ছবি লতা পোস্ট করেছেন। ওই ছবিতে লতাকে ডিএসএলআর-এ অন্য কারুর ছবি তুলতে দেখা যাচ্ছে।



এখন সেলফির খুবই রমরমা। এরইমধ্যে নিজে তোলা নিজেরই পুরানো ছবি পোস্ট করলেন তিনি। বিশ্ব ফটোগ্রাফি দিবসের আগের দিন এই ছবি পোস্ট করেছেন এই শিল্পী।
লতার ওই ছবি নিয়ে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৩২ হাজারের বেশি লাইক পড়েছে। সেইসঙ্গে অনেক রি-ট্যুইটও হয়েছে।