চলতি সিরিজে ব্যাট হাতে বিজয়ের পারফরম্যান্স একেবারেই সাদামাটা। দুটি ম্যাচে ওপেন করতে নেমে চার ইনিংসে মোট ২৬ রান করেছেন তিনি। লর্ডস টেস্টের দুটি ইনিংসেই কোনও রান না করেই আউট হন তিনি। ষষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে একটি টেস্টের দুটি ইনিংসেই শূন্য রান করার অস্বস্তিকর রেকর্ডে নাম উঠেছে বিজয়ের।
কুলদীপ লর্ডস টেস্টে সুযোগ পেয়েছিলেন। কিন্তু কোনও উইকেট পাননি। ইংল্যান্ডের পরিবেশ যে রকম তাতে বাকি দুটি টেস্টে কোনও ভাবেই দুই স্পিনারে খেলার সম্ভাবনা দেখছে না বিরাট কোহালির দল। তাই তাঁর জায়গায় একজন ব্যাটসম্যানন হিসেবে হনুমা বিহারিকে দলে নেওয়া হয়েছে।
পেসার ভূবনেশ্বর কুমার চোট সারিয়ে এখনও ফিট নন। তাই তাঁকে দলে রাখা হয়নি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮ বছরের পৃথ্বীর দুরন্ত রেকর্ড। এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে সাত সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরি সহ ১৪১৮ রান করেছেন তিনি। ওরসেস্টারে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ১৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি।
অন্যদিকে, হায়দরাবাদি হনুমার প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং গড় বিশ্বের সবচেয়ে বেশি। বর্তমানে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর গড় ৫৯.৪৫। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের ম্যাচে ৫৪ ও ১৪৮ রান করেন তিনি।
বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দল-
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ড্য, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর, হনুমা বিহারি।