মুম্বই: অকস্মাৎ এক মর্মান্তিক খবর। প্রয়াত গায়ক জুবিন গর্গ। জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের। বয়স হয়েছিল ৫২ বছর। এই খবরে শোকের ছায়া সঙ্গীত মহলে। 

Continues below advertisement

প্রাথমিকভাবে সংবাদমাধ্যম প্রতিদিন টাইম-এ প্রকাশিত খবর অনুযায়ী, গায়কের এই অকালমৃত্যুর খবর প্রকাশ্যে আসে। অসমিয়া এই গায়কের সুরে বিমুগ্ধ হয়ে থাকত সকল সঙ্গীতপ্রেমীরাই। অবিস্মরণীয় কণ্ঠস্বর আর ভিন্ন গায়কীতে মন জয় করে নিতেন অনুরাগীদের। জুবিনের এই মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তাঁর অনুরাগী ও ভক্তরা শোকস্তব্ধ। 

প্রকাশিত খবর থেকেই জানা যাচ্ছে, নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। আজই তাঁর প্রোগ্রাম ছিল। সোশাল মিডিয়ায় এই অনুষ্ঠান নিয়ে একাধিক পোস্টও করেন গায়ক। জানা যায় এর আগে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন।    

Continues below advertisement

সূত্রের খবর, গায়ক অসুস্থ হয়ে যাওয়ার পরই তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

জুবিন গর্গের অকাল মৃত্যু উত্তর-পূর্বের সঙ্গীতের অঙ্গনে বলা যায় এক যুগের সমাপ্তি। লক্ষ লক্ষ মানুষের কাছে তাঁর গান ছিল আবেগ। সুরের সেই জাদু যেন গানের প্রতিটি কথার শিকড়ের সঙ্গে মনকে ছুঁয়ে যাওয়ার সেতু, এক অদৃশ্য মাধ্যম। 

জুবিনের এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স পোস্টে তিনি লিখেছেন, 'আজ আসাম তাঁর নিজের প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। আমি বাক্যহারা। আসামের জন্য জুবিন কী ছিল তা ভাষায় প্রকাশ করার নয়। অনেক তাড়াতাড়ি চলে গেল। এটা যাওয়ার বয়স নয়। '  

উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তাঁর অবদান চিরকাল মনে রেখে দেবে সঙ্গীতমহল। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি ভক্তদের। ‘উত্তর-পূর্বের রকস্টার’-এর মৃত্যু যেন আচমকাই সকলকে নির্বাক করে দিয়েছে।