মুম্বই : নতুন iPhone 17 ফোন কেনার জন্য তুলকালাম বেঁধে গেল মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের Apple স্টোরে। ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা PTI। তাতে দেখা গেছে, বহু গ্রাহক জড়ো হয়েছেন। ধস্তাধস্তির পরিস্থিত। গ্রাহকদের কেউ কেউ আবার একে অপরকে ধাক্কা, থাপ্পড় মারতে থাকেন। ভিডিওতে এমনও দেখা গেছে, ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষী লাল জামা পরা একজনকে ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে থেকে টেনে বের করে নিয়ে যাচ্ছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, সাদা শার্ট পরা আরেকজন ক্রেতা, আক্রমণকারীকে আটকে রাখেন এবং গার্ড ঠিক আছে কি না জানতে চান। এই সমস্ত ঘটনার পরপরই, লাঠি হাতে তৃতীয় একজন নিরাপত্তারক্ষীকে দেখা যাচ্ছে, কিন্তু একা তিনি কিছুই করতে পারছে না। তারপর সাদা-কালো শার্ট পরা আরেকজনকে ভিড়ের মধ্য থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, এবার সশস্ত্র প্রহরী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। প্রসঙ্গত, অ্যাপল ভারতজুড়ে তার নতুন লঞ্চ হওয়া আইফোন ১৭ সিরিজের বিক্রি শুরু করেছে, যার ফলে মুম্বই এবং দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলির বাইরে প্রচুর ভিড় এবং দীর্ঘ লাইন দেখা গেছে।