মুম্বই: ২০১৯-এর হিট ছবি 'ওয়ার'-এ শেষ দেখা গেছিল তাঁকে। এবার তাঁর আগামী ছবি 'বেল বটম' নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বাণী কপূর। এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে কাজ করতে পেরে তিনি 'রোমাঞ্চিত' বলে জানিয়েছেন বাণী। ছবিতে একটা ছোট চরিত্রেই দেখা যাবে তাঁকে, তবে তা বেশ প্রভাব ফেলবে বলে মত অভিনেত্রীর।


২০১৩ সালে মুক্তি পাওয়া রম-কম 'শুদ্ধ দেশি রোম্যান্স' ছবি দিয়ে বলিউডে পা রাখেন বাণী কপূর। 'বেল বটম' ছবিতে কাজ করার সিদ্ধান্ত হঠাৎই নিয়েছিলেন কারণ এই ছবিতে তাঁর 'ম্যাটিনি আইডল'-এর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। 


বাণী বলছেন, 'আমি খুবই ভাগ্যবান যে হিন্দি সিনেমার অন্যতম আইকন, অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আমার ওপর ভরসা করার জন্য আমি কৃতজ্ঞ। বেল বটম ছবিতে আমি একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি আশা করছি যা দর্শক এবং সমালোচক সকলেই পছন্দ করবেন।' 


তাঁর আরও যোগ করেন, তিনি খুবই রোমাঞ্চিত এটা ভেবে যে অভিনয় জগতে তাঁর এতদিনের যাত্রা তাঁকে পর্দার খিলাড়ির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ দিচ্ছে। অভিনেত্রীর মতে, অক্ষয় কুমার একজন 'লার্জার দ্যান লাইফ' এবং ভীষণ ভাল মানুষ।


বাণী কপূর আরও জানান যে তাঁর বাবাও অক্ষয় কুমারের বিশাল বড় ভক্ত। ফলে মেয়ে অক্ষয়ের সঙ্গে কাজ করছে শুনে খুবই আনন্দিত হয়েছেন তিনি। এই সমস্ত কারণেই যে 'বেল বটম' ছবিটা বাণীর জন্য যে আলাদা অভিজ্ঞতা তৈরি করবে তা বলাই বাহুল্য। এখন দর্শকরাও যাতে তাঁর এই কাজ ভালবাসেন সেদিকেই নজর বাণীর। 


রঞ্জিত তেওয়ারির পরিচালনায় স্পাই থ্রিলার 'বেল বটম' ছবিতে দেখা যাবে লারা দত্ত, হুমা কুরেশিকেও। আগামী ১৯ অগাস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে 'চণ্ডীগড় করে আশিকী' এবং রণবীর কপূরের বিপরীতে 'শমশেরা' ছবিতে দেখা যাবে বাণীকে।