নয়াদিল্লি: ফের আইনি জটে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) উরফি জাভেদ (Uorfi Javed)। লিখিত অভিযোগ (written complaint) দায়ের হল তাঁর বিরুদ্ধে। কী অভিযোগ উরফির বিরুদ্ধে?
উরফি জাভেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের
জনসমক্ষে এবং সোশ্যাল মিডিয়ায় অবৈধ ও অশ্লীল কাজ করার অভিযোগে উরফি জাভেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, রবিবার এমনটাই জানালেন এক পুলিশ আধিকারিক।
পিটিআই সূত্রে খবর, পুলিশ মারফত জানা গেছে শুক্রবার আন্ধেরি পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ। পুলিশের তরফে বলা হয়েছে, 'আমরা দুদিন আগে এই সংক্রান্ত একটি আবেদন পেয়েছি।'
'বিগ বস ওটিটি' খ্যাত উরফি জাভেদ মূলত তাঁর ভিন্ন ধরনে, পরীক্ষামূলক পোশাকের জন্য খ্যাত। পোশাকের উপকরণ প্রায়ই নজর কাড়ে সকলের। দড়ি, তার, পাথর, কাচের টুকরো, ফুলের পাপড়ির মতো অজস্র জিনিস দিয়ে পোশাক তৈরির পরীক্ষা নিরীক্ষা তিনি করতেই থাকেন।
এর আগে, উরফি তাঁর 'হায় হায় ইয়ে মজবুরি' গানের পোশাকের জন্য আইনি জটিলতায় পড়েছিলেন। এক দর্শকই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর বিহাইন্ড দ্য সিন ভিডিওয় অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন।
আরও পড়ুন: Ram Charan: পরিবারে আসছে নতুন সদস্য, বাবা হতে চলেছেন রাম চরণ, পোস্টে সুখবর দিলেন চিরঞ্জীবী
শুধু আইনি মামলাই নয়, অভিনেত্রী চেতন ভগতের সঙ্গে বিবাদের জেরেও শিরোনামে রয়েছেন। লেখক সম্প্রতি উরফি জাভেদের পোশাক সম্পর্কে মন্তব্য করে বলেন সেগুলি 'ছেলেদের বিচলিত করে'। পাল্টা দিতে ছাড়েননি উরফিও।