মুম্বই: শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) মেয়ে হওয়ার পরও বলিউডে সেভাবে প্রভাব ফেরতে পারেননি সোহা আলি খান (Soha Ali Khan)। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সেভাবে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারেননি তিনি। মা শর্মিলা ঠাকুর প্রতিষ্ঠিত এবং কিংবদন্তি অভিনেত্রী। দাদা সেফ আলি খানও বলিউডের সুপারস্টার। বৌদি করিনা কপূর খানও যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা আলি খান বলেন যে, শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজ করা ভয়ঙ্কর। মায়ের প্রসঙ্গে কেন এমন বললেন অভিনেত্রী?


সম্প্রতি সোহা আলি খানকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ 'কৌন বনেগা শিখরবতী'তে। এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করছেন লারা দত্ত, কৃতিকা কামরা, নাসিরুদ্দিন শাহর মতো তারকারা। এই ওয়েব সিরিজে এক রাজকীয় পরিবারকে দেখানো হয়েছে। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে সোহা আলি খান জানালেন, কোনও পরিবারই পারফেক্ট নয়। এমনকি তাঁর নিজের পরিবারও নয়। তিনি সাক্ষাৎকারে বলেন, 'আমি মনে করি না কোনও পরিবারই একেবারে পারফেক্ট। প্রত্যেক পরিবারেরই কোনও না কোনও একটি অদ্ভূত ধরনের মানুষ থাকেন। যদি আপনারা আমাদের পরিবারের দিকে দেখেন, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পাবেন কুণাল, আমি আর ইনায়া কতরকমের পাগলামো করে থাকি।'


আরও পড়ুন - Top Entertainment News Today: এক নজরে বিনোদনের জগতের সেরা খবরগুলি


সৌভাগ্যবশত মা শর্মিলা ঠাকুরের সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা অভিজ্ঞতা হয়েছিল সোহা আলি খানের। এটাকে তিনি নিজের সৌভাগ্য বলেই মনে করেন। সম্প্রতি সাক্ষাৎকারে মায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, 'আমি মায়ের সঙ্গে কাজ করেছি। আর মায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভয়ঙ্কর। আমি সবসময়ই খুব ভয় ভয়ে থাকতাম। ওঁর মান অনেক উন্নত। পোশাক থেকে জুতো প্রতিটা ক্ষেত্রেই ওঁকে অন্তত দু সপ্তাহ আগে ঠিক করে নিতে দেখি।'


শর্মিলা ঠাকুর নাকি বিরক্ত হলে কিংবা রেগে গেলে বাংলায় কথা বলেন। এমনটাই জানাচ্ছেন সোহা। বলেন, 'আমার মা মাঝেমধ্যেই একটু বিরক্ত হয়ে যান। আর রেগে গেলেই ভয়ঙ্কর হয়ে যান। একেবারেই মিষ্টি লাগে না তখন। যাঁরা বাংলায় কথা বলেন শুনতে কী মিষ্টি লাগে। কিন্তু মা যখনই রেগে যান তখনই বাংলায় কথা বলেন। আর আমরা কেউই বাংলায় কথা বলতে পারি না।'