মুম্বই: সবে ১ বছরে পা দিয়েছে সেফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর। ওদিকে সেফের বোন সোহাও মা হয়েছেন, তাঁর মেয়ে ইনায়া খেমু জন্মেছে সেপ্টেম্বরে। পিঠোপিঠি দুই ভাইবোনের মধ্যে মাখামাখি ভাব হওয়ার কথা কিন্তু সোহা-সেফ দুজনেই ভয়ে ভয়ে থাকেন। তার কারণ তৈমুর।
১ বছরের তৈমুর বেজায় দুরন্ত হয়ে উঠেছে। হাতের কাছে যা পায়, তাই ধরে ছুঁড়ে ফেলে দেয় সে। কিন্তু ইনায়া এখনও এক্কেবারে ছোট তাই তৈমুর তার কাছাকাছি এলে সকলেই খুব সাবধান হয়ে যান। বিশেষ করে সেফ ভয় পান সবথেকে বেশি।
তবে চোখের সামনে তৈমুরকে বড় হয়ে উঠতে দেখে মেয়েকে বড় করা নিয়ে দরকারি টিপস পান বলে জানিয়েছেন সোহা। দাদা সেফ ও বৌদি করিনাও সাহায্য করেন তাঁকে।
সোহার কথায়, তাঁর সঙ্গে সেফের বয়সের তফাত ৮ বছরের। কিন্তু তৈমুর ইনায়ার থেকে পুরো ১ বছরও বড় নয়। তাঁর আশা, বড় হতে হতে তারা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবে। তৈমুর যেহেতু একটু বড়, তাই ইনায়ার সব সময়েই সে দাদা, বোনের খেয়াল রাখবে সে।
তৈমুর মেয়ে ইনায়ার কাছাকাছি এলে ভয় পেয়ে যান সোহা- দেখে নিন কেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 01:07 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -