কলকাতা: একদিকে রাজনীতি ও অন্যদিকে কেরিয়ার.. দুইই সামলাচ্ছেন তিনি। শুধু কি তাই? শুধু অভিনয় নয়... তিনি প্রযোজনাও করছেন নতুন ছবির। তবে এ তো তাঁর কাজের জায়গা। বাড়িতে তিনি এক্কেবারে ফ্যামিলি ম্যান। সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেতা-প্রযোজক। তাঁর ছেলের জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন তিনি। 


আপাতত নতুন ছবি 'ফেলু বক্সী'-র শ্যুটিংয়ে ব্যস্ত সোহম। তবে ছোট ছেলের জন্মদিন, তাই শ্যুটিং সামলে পরিবারের জন্য হাজির তিনি। বাঙালি ঘরোয়া আয়োজন থেকে শুরু করে পার্টি, সবেরই আয়োজন করেছিলেন সোহম। বেলুনে সাজানো হয়েছিল একটি রেস্তোরাঁর রুফটপ। সেখানেই করা হয়েছিল পার্টির আয়োজন। স্পাইডারম্যান, আয়রন ম্যান ও থর- থিমের কেক আনা হয়েছিল। ছবিতে দেখা গেল রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-কেও। তিনিও আমন্ত্রিত ছিলেন পার্টিতে। ছিলেন সোহমের স্ত্রী ও ছেলেও। তবে শুধু পার্টি নয়.. গরমে ছোটদের জন্য আয়োজন করা হয়েছিল একটি পুল পার্টিরও। সব মিলিয়ে জমজমাট সোহম-পুত্রের জন্মদিনের পার্টি। 


'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' তাদের নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন এর আগেই। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন, সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তাঁদের সঙ্গেই কাজ করবেন পরীমণি। এই ছবির পরিচালনা করছেন দেবরাজ সিংহ (Debraj Sinha)। থ্রিলার ঘরানার এই ছবির কাজ চলছে কলকাতাতেই। 


সোহমের চরিত্রের নামেই হয়েছে ছবির নামকরণ। নতুন প্রজন্মের চরিত্র এই ‘ফেলু বক্সী’। সে চতুর,  টেক-স্যাভি এবং নিজেকে সমস্ত প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে এই ‘ফেলু বক্সী’। কিন্তু মনের দিক থেকে সে একেবারে সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে আর অপরাধের সমাধান করতে ভালবাসে। অপরাধের সমাধান করা তার কাছে রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো বিষয়। সে ঠিক যতটা নিজের খাবারের প্রতি শৌখিন, ততটাই অপরাধের সমাধানের প্রতি আবেগপ্রবণ। বাকি গল্প দেখা যাবে বড়পর্দায়।


 






আরও পড়ুন: Sholanki on Soham's Birthday: সম্পর্কের জল্পনায় সিলমোহর? জন্মদিনে কাছাকাছি সোহম-শোলাঙ্কি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।