কলকাতা: গরমের ছুটিতে ছোটদের ছবি। ম্যাজিকের গল্প বলতে হ্যারি পটার হয়ে প্রেক্ষাগৃহে আসছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তবে হগওয়ার্টস থেকে নয়, এই হ্যারি এক্কেবারে খাস কলকাতার। ছবির নাম 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। এই ছবির শুধু নায়ক হওয়ার দায়িত্ব সোহমের কাঁধে নেই, সঙ্গে রয়েছে প্রযোজক এবং গায়ক হওয়ার দায়িত্বও। ছবি নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভের ক্যামেরায় ছবির গল্পেরও বাইরে ধরা দিল সোহমের ব্যক্তিসত্তা।


ক্য়ামেরার বাইরের সোহম


সোহম টলিউডের ফ্যামিলি ম্যান। ছবি, বিধায়কের দায়িত্বের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। কিন্তু এতরকম গসিপের টলিউডে, সোহমকে নিয়ে একটুকুও গসিপ শোনা যায় না কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে খানিক হেসে ফেললেন সোহম। তারপর বললেন, 'এটা আমারও প্রশ্ন, কেন নেই। আসলে আমি একটু ঝুটঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করি। কাজের বাইরে পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগে। আমি সংবাদমাধ্যমকে বলি, কিছু নেতিবাচক প্রচারের কোনও প্রয়োজন নেই। তাতে প্রচার পেলেও সম্মানটা পাওয়া যায় না। হয়তো আমি একটু পুরনোপন্থী। কিন্তু আমি এমন কাজ করব না, যাতে আমি চলে যাওয়ার পরে মানুষ আমার নামে নিন্দে করে। আমি আমার ছেলেদেরও এটাই শেখাব। এমন কিছু না করার চেষ্টা করব যাতে মানুষের ক্ষতি হয়। আমার নামে গসিপ, নেতিবাচক প্রচার নেই বলে তো কখনও কোনও সমস্যা হয়নি। কাজ করছি, রাজনীতি রয়েছে, পরিবার রয়েছে.. সব মিলিয়ে ভালোই কাটছে।'


আরও পড়ুন: ১৭ তারকার যাদু, ৩য় সপ্তাহেও শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে হাউজফুল 'আবার কাঞ্চনজঙ্ঘা'


'কলকাতার হ্যারি' কী ম্যাজিকের গল্প বলবে? সোহম বলছেন, 'কলকাতার হ্যারি অনেকটা লার্জার দ্যান লাইফ। আমরা বাচ্চাদের রুপকথার জগতে নিয়ে গিয়েছি। কোথাও সে আবার কড়া বাস্তবের মুখোমুখি হয়েছে, ধাক্কা খেয়ে পড়েছে। এভাবেই গল্পটা এগিয়েছে। দর্শকদের বলব, পুজোর তো চারটে দিন থাকে। আমরা পরিকল্পনা করি একদিন উত্তর কলকাতার ঠাকুর দেখব, অন্যদিক দক্ষিণ কলকাতা... তেমন করেই আপনারা শুক্রবার 'কলকাতার হ্যারি' দেখুন, শনিবার 'মিনি'। ছবিগুলোও ভাগ করে নিন, অসুবিধা কী!