কলকাতা:  সুদেষ্ণা রায় (Sudeshna Roy) আর অভিজিৎ গুহর (Abhijit Guha) পরিচালনায় রুপোলি পর্দা পেতে চলেছে টলিউডের এক নতুন জুটিকে। সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)। ছবির নাম 'অংশুমান এমবিএ' (Angshuman MBA)।


শুধু সোহম আর কৌশানি নয়, এই ছবিতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta), রাজা চন্দ (Raja Chanda), ফলক রশিদ রায় (Falaque rashid Roy)। শ্যাডো ফিল্মস (Shadow Films) -এর প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। 


এই ছবির গল্পে বেশ আধুনিকতার ছোঁয়া রয়েছে। সেই সঙ্গে রয়েছে বাস্তব ভাবনাও। ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালক সুদেষ্ণা জানাচ্ছেন, এই ছবিতে নায়কের বিপরীত চরিত্র রয়েছে, কিন্তু এই ছবি ঠিক নায়ক আর ভিলেনের ছবি নয়। ছবির গল্প কিছুটা এমন, একজন ব্যবসায়ী বাড়ির ছেলে বাবার ব্যবসায় যোগ দিতে চায় না। বাবার সঙ্গে তার অম্লমধুর সম্পর্ক। পরিচালক বলেন, 'আমার মনে হয় এই সমস্যা অনেক ব্যবসায়ী বাড়িতেই দেখা যায়।'


আরও পড়ুন: Arindam Sil on Bengali Cinema: বাংলা ছবি একে অপরের সঙ্গে লড়াই করলে বাইরের সিনেমার সঙ্গে কে লড়বে? প্রশ্ন অরিন্দমের


ছবির কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ নামভূমিকায় অভিনয় করছেন সোহম। ছবির নাম থেকেই আঁচ করা যায় এই ছবিতে ফের পড়াশোনায় ফেরার চেষ্টা করছেন সোহমের চরিত্র। আজ সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সোহম, কৌশানি আর পরিচালকদ্বয়। সাদা শাড়ির সঙ্গে সবুজ কাজ করা ব্লাউজ আর সাবেকি সাজে কৌশানিকে দারুণ মানিয়েছিল। হালকা রঙের শার্ট পড়েছিলেন ছবির নায়ক সোহম। 


চলতি মাসের শেষ থেকেই সম্ভবত শ্যুট শুরু হবে। তেমনটাই জানিয়েছেন পরিচালক। নায়ক-নায়িকা ছাড়াও থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়, বিক্রম সহ জনপ্রিয় অভিনেতারা। গানের দায়িত্বে ‘বাবা বেবি ও...’ খ্যাত সঙ্গীতশিল্পী অমিত-ঈশান।


কলকাতাতেই প্রথম শ্যুট শুরু করবেন পরিচালক জুটি। তার পর পৌঁছে যাবেন শৈলশহর দার্জিলিং এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে। ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্যে রোহিত সৌম্য। এই ছবির হাত ধরেই বড় পর্দায় প্রথম পা রাখতে চলেছেন আভাস মুখোপাধ্যায়।