কলকাতা: একটা নেশা মিলিয়ে দিতে পারে কয়েকজন মানুষকে? এক সূত্রে গেঁথে জড়িয়ে দিতে পারে তাদের জীবন? সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি 'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?' (L.S.D Laal Suitcase Ta Dekhechen?)। সোহমস এন্টারটেইনমেন্ট (Soham's Entertainment)-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।                                                                     


কলেজ পড়ুয়া কয়েকটি ছেলেমেয়েদের নিয়ে এই গল্প। নেশার জালে জড়িয়ে যাওয়া ও তারপরে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাওয়ার একটা গল্প তুলে ধরবে এই ছবি। কিন্তু সত্যিই কী হারিয়ে যাওয়া নাকি জীবনকে খুঁজে পাওয়া নতুন করে? জীবনের চেয়ে বড় নেশা আর কিছুতে নেই, এই বার্তায় ছবির মধ্যে দিয়ে তুলে ধরবেন পরিচালক।                                                                                                   


আরও পড়ুন: Devoleena Bhattacharjee: 'সন্তান, স্বামী, ধর্ম সবটা আমার.. আপনি কে?' বিস্ফোরক বঙ্গকন্যা দেবলীনা


'এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন?'-এর মুখ্যভূমিকায় রয়েছেন, সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সায়নী ঘোষ (Sayoni Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), লাবণী সরকার (Labony Sarkar), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), জুন মাল্য (June Maliah), অভিজিৎ গুহ (Abhijit Guha), সুব্রত মুখোপাধ্যায় (Subhadra Mukherjee) ও অন্যান্যরা।                                                     


ছবি সম্পর্কে পরিচালক বলছেন, 'এই ধরনের ডার্ক কমেডি বাংলায় বিরল। এই ছবির শ্যুটিংর করার অভিজ্ঞতা দারুণ। গোটা ছবিটা আসল লোকেশনে শ্যুট করা হয়েছে। আমার বিশ্বাস, একেবারে আসল জায়গায় গিয়ে শ্যুটিং করা হলে ছবির রূপ-রস-গন্ধ সব ঠিক থাকে। এই ছবিতে সোহমকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাবে মানুষ। একজন এতবড় অভিনেত্রী, বিধায়ক এল এস ডি নিয়ে ছবির করার জন্য এগিয়ে এসেছে এটা আমার ভাবতে ভাল লাগছে।'