তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: আগামীকাল থেকেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিকের শ্যুটিং। নতুন চরিত্র, নতুন গল্প.. সব মিলিয়ে বেশ ব্যস্ত এখন তিনি। প্রথম ধারাবাহিকে অভিনয় করেছেন কৌশিক সেনের (Kaushik Sen) বিপরীতে। তবে, ব্যক্তিগত জীবনে কেমন সোমু সরকার (Somu Sarkar)? ধারাবাহিকের ব্যস্ততা সামলে, কীভাবে কাটান অবসর সময়? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)। 


একটু বিরতি পেলেই, গল্পের বই পড়ছে ভালবাসেন সোমু। অভিনেত্রী বলছেন, 'ছোটবেলায় বাড়িতে বই মানেই ছিল পড়াশোনার বই। গল্পের বই, সাহিত্য পড়ার চল ছিল না কোনোদিনই। স্কুলে প্রথম কিছু গল্পের বই পুরস্কার পেয়েছিলাম। সেই গল্পের বই পড়া শুরু। আমার তেমন কোনো পছন্দ নেই, সবরকম বই পড়তেই ভালবাসি।' স্কুল থেকে প্রথম একটি রূপকথার বই উপহার পেয়েছিলেন সোমু। সেই থেকেই শুরু বই পড়া। প্রথম পড়া গোয়েন্দা গল্প শার্লক হোমস।


বই পড়ার বাইরে আর কী পছন্দ সোমুর? অভিনেত্রী বলছেন, 'সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভীষণ ভালবাসি। আমার একটা বদভ্যাসই রয়েছে। সিরিজ শুরু করলে না শেষ করে থামতে পারি না। একটা সময় এই সিরিজ দেখার নেশায় খাওয়া দাওয়া ভুলেছি। টানা ২ দিন ওয়েব সিরিজ দেখছি। খুব খিদে পেলে দোকান থেকে ম্যাগি কিনে এনে খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ.. এখন একটু শরীরের যত্ন নিতে শিখেছি। এত অনিয়ম করলে তো কাজ করতেই পারব না।' সিরিজ দেখার ক্ষেত্রেও তেমন বাছবিচার নেই সোমুর, তবে এড়িয়ে চলেন অ্যাকশন সিরিজ। সিনেমার দুনিয়ায় রণবীর কপূরের (Ranbir Kapoor) বিশেষ ভক্ত সোমু। তাই রণবীরের কোনও সিনেমা প্রেক্ষাগৃহে এলে.. তাঁর দেখা চাইই চাই।


আপাতত কাজের সূত্রে কলকাতায় থাকেন সোমু। পড়াশোনার জন্য ভাইও থাকেন তাঁর কাছেই। মাঝে মাঝেই আসা-যাওয়া করেন মা। আর তাই, এখন ঘরের কাজ একটি কম করতে হয় তাঁকে। সোমু বলছেন, 'প্রথম যখন কলকাতায় আসি, ঘরের সমস্ত কাজই নিজেকে করতে হত। রান্না থেকে শুরু করে গোছগাছ... সব কিছু করতাম। তবে রোজ কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়তাম। রান্না না করেই শুয়ে পড়তাম, না খেয়ে। তবে এখন সেই জীবনধারা বদলেছে। আর আগের এত অনিয়মের জন্য শরীরও খারাপ হয়েছে। নতুন কাজ শুরু হচ্ছে.. এখন কাজের সঙ্গে সঙ্গে শরীরের দিকেও নজর রাখব।'


আরও পড়ুন: Srabanti Chatterjee: শ্রাবন্তীর পরিবারে নতুন সদস্য, পরিচয় করিয়ে দিলেন সমাজমাধ্যমেই