সম্প্রতি কঙ্গনাকে একের পর এক সাক্ষাত্কারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর কাঁটাছেড়া করতে দেখা গিয়েছে। কখনও সেই আক্রমণের নিশানায় এসেছেন হৃত্বিক রোশন, কখনও আবার আদিত্য পাঞ্চলি। এবার সেই আক্রমণাত্মক সাক্ষাত্কার নিয়ে কঙ্গনাকে ছোট্ট একটি পরামর্শ দিলেন সোনা।
প্রসঙ্গত, নিজের আসন্ন ছবি সিমরান-এর মুক্তির আগে কঙ্গনার এই সমস্ত কথা বলাকে অনেকেই ছবির প্রচারে একটি অঙ্গ হিসেবে দেখছে। সেইজন্যেই সোনার মন্তব্য, ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে প্রকাশ্যে কথা বলা কখনওই কারও উচিত নয়। কারণ, এটা একটা সার্কাসে পরিণত হচ্ছে। সোনার বক্তব্য, কথায় নয়, কাজ দিয়েই তিনি তাঁর সেই অপমানের জবাব দিন।
পড়ুন সোনার কঙ্গনাকে লেখা সেই ফেসবুক পোস্ট....
তবে এই প্রথম সোনা বলিউডের কারও বিরুদ্ধে তোপ দাগলেন এমন নয়। এর আগেও বহুবার সরব হতে দেখা গেছে সোনা মহাপাত্রকে।