নয়াদিল্লি: গুঞ্জন ধীরে ধীরে বাড়ছেই। শোনা যাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবালের (Zaheer Iqbal) প্রাক-বিবাহ অনুষ্ঠান। সোমবার নিজের প্রোফাইলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে কোনও উল্লেখ না থাকলেও ধরে নেওয়া হচ্ছে অনুষ্ঠান তাঁর 'ব্যাচেলরেট' পার্টির। সঙ্গে দেখা যায় হুমা কুরেশি (Huma Qureshi), জাহিরের বোন সনমকে। শোনা যায় ২৩ জুন তাঁরা গাঁটছড়া বাঁধবেন। এখন শোনা যাচ্ছে ২০ তারিখ গায়ে হলুদের অনুষ্ঠান হবে। 


এগিয়ে আসছে তারিখ, সোনাক্ষী-জাহিরের প্রাক বিবাহ অনুষ্ঠান শুরু?


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী সিন্হার বান্দ্রার বাড়িতে ২০ জুন গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদমাধ্যমকে ঘনিষ্ঠ সূত্রের তরফে বলা হয়েছে, 'খুব ঘনিষ্ঠ লোকজন, কাছের বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠান হবে, যেখানে ৫০ জনেরও কম অতিথি আমন্ত্রিত, এবং সেই কারণে সোনার বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।' 




ছবি সূত্র: সোনাক্ষী সিন্হার ইনস্টাগ্রাম


সূত্রের আরও খবর, 'যেদিন থেকে ওঁরা বিয়ের পরিকল্পনা শুরু করেছেন, একটা ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন যে অনুষ্ঠানে এক্কেবারে কাছের লোকজন থাকবেন এবং অনুষ্ঠানের শেষে বিশাল পার্টি হবে উদযাপনের। অবশ্যই নিজেদের আনন্দ তাঁরা ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চান, ফলে রিসেপশন হবে বিশালাকার।'


জানা যাচ্ছে, চিরাচরিত ডেকর থাকবে না সোনাক্ষীর গায়ে হলুদের অনুষ্ঠানে। হলুদ ও গোলাপী থিমের অনুষ্ঠানের বদলে অন্য ধরনের কিছু থিম হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বাবা, তারকা অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিন্হা জানান যে তিনি মেয়ের বিয়ে সংক্রান্ত কিছু জানেন না। তিনি বলেন, 'আমি এখন দিল্লিতে। ভোটের ফল প্রকাশের পরই এখানে চলে আসি আমি। আমি কাউকে মেয়ের বিয়ের ব্যাপারে কিছু বলিনি। ফলে আপনার প্রশ্ন, সোনাক্ষী কি বিয়ে করছে? এর উত্তর, ও আমাকে এই ব্যাপারে কিছু বলেনি।'


আরও পড়ুন: Most Valued Celebrity of India: পিছনে ফেললেন অভিনেতা-অভিনেত্রীদের, তালিকার শীর্ষে কিং কোহলি, ব্র্যান্ড ভ্যালুর নিরিখে কোথায় শাহরুখ-সলমন?


সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন। তাঁরা একসঙ্গে ২০২২ সালের 'ডবল এক্স এল' ছবিতে কাজ করেছেন, যে ছবিতে হুমা কুরেশিও ছিলেন। যদিও বিয়ের ব্যাপারে সোনাক্ষী বা জাহির, কেউই নিজের মুখে কিছুই জানাননি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।