কলকাতা: খুব শীঘ্রই বাঙালি দর্শকের রোজের রুটিনে স্থান নিতে চলেছে এক নতুন ধারাবাহিক (New Serial Update)। সান বাংলা (Sun Bangla) আসতে চলেছে 'বসু পরিবার' (Basu Paribar)। প্রকাশ্যে এল ধারাবাহিকের টিজার। কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিক?


আসছে 'বসু পরিবার', প্রকাশ্যে টিজার


বসু পরিবারের কর্তা অঞ্জনবাবু। টিজারেই স্পষ্ট আর মাত্র কিছুদিনের মধ্যেই তাঁর অবসরের দিন। কিন্তু এখনও তিনি প্রতি মাসের মাইনে পেলেই ছেলেমেয়েদের উচ্চমানের শখ মেটান। সকলেই তারা ভাল চাকরি করে, নিজেদের আর্থিক সঙ্গতি আছে, তবুও বাবার থেকে সবটা পাওয়াই যেন তাদের কাছে সাধারণ। কারও জন্য দামী ঘড়ি, কারও জন্য বিমানের টিকিট, এমন কত কী! এদিকে নিজের ভাঙা চশমা সারানোর জন্য পর্যন্ত নয়া পয়সা রাখেননি তিনি। অবশেষে স্ত্রীই মনে করিয়ে দেন, যে এই বিলাসিতার দিন ফুরোচ্ছে। অবসরের পর কী হবে তাঁদের ভবিষ্যৎ? ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করে গর্বিত অঞ্জনবাবুর ভরসা যে শেষ জীবনে তারাই দেখবে বাবা-মাকে। কিন্তু আদতে কি তাই হবে?


এর আগেই 'বসু পরিবার' ধারাবাহিকের গল্পের ঝলক মিলেছিল। ছেলেমেয়েদের বড় করে তুলতে কোনও ত্রুটি রাখেননি তিনি। তাঁর সকল সন্তানই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু ছোটছেলে দীপ্তেশ এখনও ঠিকঠাক নিজের পায়ে দাঁড়াতে পারিনি। ছোটখাটো যা কাজ পায় সেটাই সে করে। তবে দীপ্তেশ খুবই পরোপকারী ছেলে। পাড়ার সবাই তাকে ভালবাসে। পরিবারের দুঃসময়ে ছেলেদের আসল চেহারা বেরিয়ে পড়ে। কিন্তু তখনও দীপ্তেশই রয়ে গেল বাবা-মায়ের পাশে। আর সে পাশে পায় নীলাকে। দীপ্তেশ ও নীলা দু'জনে কি পারবে বসু পরিবারের ভাঙন ঠেকাতে? 


 






আরও পড়ুন: Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক! পাশে দাঁড়ালেন সোনু-আলিশা-ইলা-রহমান প্রমুখ


নির্মাতাদের কথায়, 'বসু পরিবার' একটা পরিবারের গল্প। অন্যান্য ধারাবাহিকের গল্পের মত নারীকেন্দ্রিক গল্প একেবারেই নয়। দর্শক এক নতুন স্বাদের ধারাবাহিক উপহার পেতে চলেছেন, এমনই দাবি নির্মাতাদের। সুমাল্য ভট্টাচার্যের পরিচালনায় এই ধারাবাহিকের ক্রিয়েটিভ পরিচালক অদিতি রায়। গল্প লিখেছেন পৌলমী ভৌমিক। মুখ্য চরিত্রে দেখা যাবে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajit Banerjee) ও শ্রীমা ভট্টাচার্যকে (Shreema Bhattacharya)। এছাড়াও ধারাবাহিকে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, কৌশিকী গুহ, অনিমেষ ভাদুড়ী, সায়ন্তনী মল্লিক, কৌশিক দাস, শ্রীতমা রায়চৌধুরী, দীপ্সিতা মিত্র, রাজর্ষি প্রমুখকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।