কলকাতা: সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেছিলেন তিনি নিজের মতামত। কেন সোনাক্ষী সিংহের (Sonakshi Sinha)-র বিয়েতে অনুপস্থিত ছিলেন দাদা লব সিংহ (Luv Sinha) সেটা নিজেই পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। যেখানে সোনাক্ষী ও  জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর বিয়েতে হাজির ছিলেন তাঁদের সমস্ত বন্ধুবান্ধব থেকে পরিবার পরিজন.. সেখানে দাদার অনুপস্থিতি প্রশ্ন জাগিয়েছিল অনেকের মনেই। সেই সমস্ত প্রশ্নের নিষ্পত্তি করতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন লব সিংহ। কিন্তু সেই পোস্ট নিজেই মুছে ফেললেন তিনি। 


কী লেখা ছিল সেই পোস্টে? লব সিংহ লিখেছিলেন, 'কেন আমি সোনাক্ষীর বিয়েতে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিই? মিথ্যার ভিত্তিতে আমার বিরুদ্ধে অনলাইন ক্যাম্পেন চালালেও এই কথা বদলে যাবে না যে আমার জন্য আমার পরিবার সবার আগে।' দ্য টেলিগ্রাফ অনলাইনের একটি প্রতিবেদন পোস্ট করে এই কথা তিনি লেখেন। এরপর সেখান থেকে কিছু অংশ তিনি তুলে ধরেন, যেখানে নির্দিষ্টভাবে জাহিরের পরিবারের কথা লেখা আছে। এখানে সোনাক্ষীর শ্বশুর ইকবাল রতনসির 'সন্দেহজনক'  কার্যকলাপের ইঙ্গিত রয়েছে। এই লেখায় এক রাজনৈতিক নেতার সঙ্গে জাহিরের বাবার ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ রয়েছে। তাঁর বিরুদ্ধে ইডি-র তদন্ত 'ওয়াশিং মেশিন'-এ স্থান পেয়েছে। এছাড়া দুবাইয়ে ইকবাল রতনসির কোনও 'কাজ'-এর উল্লেখও আছে যা হঠাৎ বন্ধ হয়ে যায়। লব সিংহ আরও লেখেন,  'কেন আমি বিয়েতে উপস্থিত ছিলাম না তার কারণ যথেষ্ট পরিষ্কার এবং কিছু মানুষের সঙ্গে যাই হয়ে যাক না কেন সম্পর্ক রাখব না। আমি আনন্দিত যে পিআর টিমের তৈরি করা গল্পে বিশ্বাস না করে, মিডিয়ার এক সদস্য সঠিক গবেষণা করেছে।'


তবে এখন সেই সমস্ত পোস্ট মুছে ফেলেছেন তিনি। বদলে আরও একটি পোস্ট করে তিনি লিখেছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। লবের কথায়, 'আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি যে আর্টিকেলটি শেয়ার করেছি সেটা আমার কথা নয়। আমার সঙ্গে কথা বলেও লেখা নয়। ওটা একজন সাংবাদিকের লেখা। তবে এবার এই বিষয়টা নিয়ে আলোচনা থামানো যাক। ভবিষ্যতেও এটা নিয়ে আমি আর কথা বলব না।'


 






আরও পড়ুন: Sidharth Malhotra: সিদ্ধার্থ-কিয়ারার নাম করে বড়সড় আর্থিক জালিয়াতি, ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।