মুম্বই: বাবা শত্রুঘ্ন। দুই ভাই লব, কুশ। বাড়ির নাম রামায়ণ। এরপরেও বাল্মিকী রচিত মহাকাব্যের একটা সামান্য প্রশ্নের জবাব দিতে টিভি শো-তে নাকানি চোবানি খেলেন সোনাক্ষী সিংহ। আর তা নিয়ে হাসাহাসির ঝড় টুইটারে।

কৌন বনেগা ক্রোড়পতি-তে সঞ্চালক অমিতাভ বচ্চন সোনাক্ষীকে প্রশ্ন করেন, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে আসেন, সুগ্রীব, লক্ষ্মণ, সীতা না রাম। জবাব দিতে গিয়ে লাইফলাইন নিতে হয় তাঁকে। আর তা নিয়ে টুইটারে তাঁকে ট্রোলড হতে হয় রীতিমত। শুধু তাই নয়, স্বয়ং অমিতাভও তাঁকে এ নিয়ে ঠাট্টা করেন।


এবার দেখুন টুইটার দুনিয়ার প্রতিক্রিয়া