'ক্যাম্পাসে যাওয়া ছাড়া উপায় ছিল না, ভবিষ্যতে একসঙ্গে কাজ করব': যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজ্যপাল, জানালেন রেজিস্ট্রার
Web Desk, ABP Ananda | 21 Sep 2019 11:31 AM (IST)
যাদবপুরকাণ্ডে সংঘাতের আবহেই উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল। ক্যাম্পাসে যাওয়া ছাড়া উপায় ছিল না, ভবিষ্যতে একসঙ্গে কাজ করব, উপাচার্যকে জানিয়েছেন রাজ্যপাল, জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।
কলকাতা: যাদবপুরকাণ্ডে সংঘাতের আবহেই উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল। ২৫ মিনিট হাসপাতালে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল জগদীপ ধনকড়। সূত্রের খবর, ১০ মিনিট তিনি একান্তে কথা বলেন উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে। চিকিত্সকের কাছে খোঁজ নেন, উপাচার্যর আঘাত রয়েছে কিনা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নোট প্যাড চেয়ে নেন রাজ্যপাল। ক্যাম্পাসে যাওয়া ছাড়া উপায় ছিল না, ভবিষ্যতে একসঙ্গে কাজ করব, উপাচার্যকে জানিয়েছেন রাজ্যপাল, জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ।