বান্টি সচদেবকে বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিংহ?
ABP Ananda, Web Desk | 12 Feb 2017 03:26 PM (IST)
সামনে সোনাক্ষী, বান্টি ৩ নম্বরে
মুম্বই: সোনাক্ষী সিংহ নাকি বিয়ে করতে চলেছেন। অচেনা কাউকে নয়, বলিউডের খুবই চেনা বান্টি সাজদে বা বান্টি সচদেবকে। সলমন খানের ভাই সোহেলের স্ত্রী সীমা সচদেবের ভাই এই বান্টি পেশায় স্পোর্টস এজেন্ট। বিরাট কোহলি, শিখর ধাওয়ানের মত ক্রিকেটারের হয়ে কাজ করেন। আর নেশা? বান্টি খুবই গুণের ছেলে। দিয়া মির্জার সঙ্গে প্রেম করতে করতেই নেহা ধুপিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। দিয়া ব্যাপারটা প্রথমে উপেক্ষা করলেও যখন জানতে পারেন, তাঁর বয়ফ্রেন্ড এক দক্ষিণী নায়িকার সঙ্গেও প্রেম চালাচ্ছেন, তখন আর সইতে পারেননি। ব্রেক আপ করেন। সমীরা রেড্ডির সঙ্গে বান্টির সম্পর্ক ছিল। ভাব ছিল নাকি সুস্মিতা সেনের সঙ্গেও। সুস্মিতা অবশ্য পরে হেসে উড়িয়ে দেন সব জল্পনা। বান্টি ডিভোর্সি, বিয়ের ৪ বছর পর ডিভোর্স হয়ে যায় তাঁর। ২০১২ থেকে সোনাক্ষীর যাবতীয় এনডোর্সমেন্ট ডিল দেখভাল করেন তিনি। তখন থেকেই নাকি তাঁদের সম্পর্ক। যদিও সোনাক্ষীর মা পুনম নাকি বান্টিকে মোটেই পছন্দ করেন না। তাঁর বয়সও নাকি সোনাক্ষীর থেকে বেশ খানিকটা বেশি। কিন্তু সোনাক্ষী জেদ ধরে আছেন, বান্টিকেই বিয়ে করবেন। সলমন খানের পরিবারের সঙ্গে সময় কাটানো তাঁর বেড়ে গিয়েছে। হাজার হোক, বড় ননদের বাড়ি বলে কথা! কিন্তু কী বলছেন শত্রুঘ্ন ‘শটগান’ সিংহ? তিনি একবার ‘খামোশ’ বলে হুঙ্কার ছাড়লে সোনাক্ষী জেদ বজায় রাখতে পারবেন তো?