মুম্বই: বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ‘মুভি মাফিয়া’-রা ষড়যন্ত্র করে সুশান্তের কেরিয়ারকে শেষ করে দিতে চেয়েছিল বলেও অভিযোগ করেছিলেন কঙ্গনা রানাউত। স্বজনপোষণ ইস্যুতে নাম না করে এবার কঙ্গনাকে বিঁধলেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিযোগ এই শব্দ নিয়ে যিনি এত চর্চা করছেন, তাঁর বোনই একের পর এক কাজ পাচ্ছেন। বলেছেন, "এটা দেখে আমি বিস্মিত হচ্ছি, স্বজনপোষণ শব্দটা যিনি আমদানি করেছেন, যিনি এত চর্চা করে চলেছেন, তাঁর বোন একের পর এক কাজ পাচ্ছেন। আমি সত্যিই মনে করি না বিষয়টিতে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে।"
শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার দরুন বলিউডে ডেবিউ করতে যে কোনও নবাগতার থেকে খানিকটা সুবিধেজনক জায়গায় ছিলেন সোনাক্ষী , সে কথা গোপন করেননি তিনি। সোনাক্ষীর কথায় সেটাই যথেষ্ট নয়। বলিউডে জমি ধরে রাখতে গেলে শুধু তারকাদের ছেলে-মেয়ে হলেই হয় না, কঠোর পরিশ্রম করতে হয়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, "আমার বাবা কোনও দিনও কোনও প্রযোজককে ফোন করে বলেননি তাঁর মেয়েকে ছবিতে নিতে। ২০১০ সালে দাবাং-এর প্রস্তাব পাই। এটা ঠিক সলমনের পরিবারের সঙ্গে আমাদের পরিচিতি আমাকে এই সুযোগ এনে দিয়েছিল। আমায় দেখে মনে হয়েছিল ওই চরিত্রের জন্য আমাকে অফার দেওয়া যেতে পারে। আমি সুযোগটা পেয়েছিলাম। কিন্তু তারপরে আমায় কঠোর পরিশ্রম করতে হয়েছে।"
স্বজনপোষণ শব্দটা যাঁর আমদানি, তাঁর বোনই তো পরপর কাজ পাচ্ছেন! নাম না করে কঙ্গনাকে তোপ সোনাক্ষীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2020 05:09 PM (IST)
শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার দরুন বলিউডে ডেবিউ করতে যে কোনও নবাগতার থেকে খানিকটা সুবিধেজনক জায়গায় ছিলেন সোনাক্ষী , সে কথা গোপন করেননি তিনি। সোনাক্ষীর কথায় সেটাই যথেষ্ট নয়। বলিউডে জমি ধরে রাখতে গেলে শুধু তারকাদের ছেলে-মেয়ে হলেই হয় না, কঠোর পরিশ্রম করতে হয়।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -