করোনা সংক্রমণ রুখতে সরকারের তহবিলে অনেকেই বড় অঙ্কের অনুদান করছেন। ক্রিকেটার থেকে ফিল্মস্টার, পলিটিশিয়ান থেকে মিউজিশিয়ান, সকলেই আছেন সেই তালিকায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন তাঁরা সেইসসব খবর। কিন্তু সাহায্য করলেই তা ফলাও করে বলতে হবে, এমনটা মনে করেন না অভিনেত্রী সোনাক্ষী সিংহ। সম্প্রতি নেটিজেনদের ট্রোলের কড়া জবাব দিলেন শত্রুঘ্ন কন্যা।
উত্তর দিতে গিয়ে সোনাক্ষী ব্যবহার করলেন একটি জনপ্রিয় হিন্দি প্রবাদ। ‘নেকি কর দরিয়া মে ডাল’ অর্থাৎ ভালো কাজ করে ভুলে যাও। ঘোষণা করিনি মানে এই নয় যে অনুদান দিইনি।

এর আগে অভিনেতা অমিতাভ বচ্চনও একই ধরনের কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,
‘একজন দিয়ে বলে সে করেছে, অন্য কেউ দিয়ে বলে না, যে সে দান করেছে। আমাকে দ্বিতীয় বিভাগে থাকতে দাও।’