মুম্বই: ‘দাবাং’ ছবি দিয়ে অভিনয়ের দুনিয়ায়ে পা রেখেছিলেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। তারপর ‘দাবাং ২’, ‘তেভার’, ‘আর রাজকুমার’, ‘রাউডি রাঠোর’-এর মতো হাল্কা মেজাজের ছবি করলেও, বহু মহিলা-কেন্দ্রিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে ‘আকিরা’, ২০১৩-এ ‘লুটেরা’ দর্শক মনে যথেষ্ট ছাপও রেখেছিল। সামনে ‘নূর’ মুক্তির অপেক্ষায়। সেখানে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। রিল লাইফের স্পষ্টবাদী সোনাক্ষী এবার রিয়েল লাইফেও চাঁচাছোলা ভাষায় কথা বললেন বলিউডে পারিশ্রমিকের ফারাক নিয়ে।
অতীতে এবিষয় কথা বলেছেন অনুষ্কা শর্মা, শাহরুখ খান, রাধিকা আপ্তে, করিনা কপূর খান, কঙ্গনা রানাউতরা। এবার একই সুর শোনা গেল সোনাক্ষীর গলাতেও।
সোনাক্ষীর দাবি, যদি একটি ছবি নিজের কাঁধে নিয়ে বের করে দিতে পারেন বলিউড অভিনেত্রীরা, তাহলে কেন তাঁরা কম পারিশ্রমিকে কাজ করবেন নায়কদের তুলনায়।
সোনাক্ষী মনে করেন একজন অভিনেত্রী যখন তাঁর কাঁধে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে একটি ছবি হিট করাচ্ছেন, বক্স অফিস থেকে ভাল রিটার্ন আসছে, তাহলে পারিশ্রমিকের সময় ফারাক কেন? প্রশ্ন অভিনেত্রীর।
বলিউডে অভিনেতা-অভিনেত্রীর পারিশ্রমিকে বিস্তর ফারাক, এবার সরব সোনাক্ষী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2017 04:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -