মুম্বই: কানাঘুষো ছিল বটে। কিন্তু এতদূর এগিয়ে গিয়েছেন তাঁরা, ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। একেবারে বিয়ে করে সকলকে চমকে দিলেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। রবিবার পরিবার, পরিজনদের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন তাঁরা। আর বিয়ের পরই সোনাক্ষী ঘোষণা করলেন, সাত বছর আগে, আজকের দিনই প্রথম বার পরস্পরের প্রতি ভালবাসা উপলব্ধি করেছিলেন তাঁরা। ধর্মবিশ্বাস, রীতিনীতি সরিয়ে রেখে ভালবাসাকে সম্বল করেই সারাজীবন কাটাতে চান নবদম্পতি। (Sonakshi-Zaheer Wedding)


বিদেশ বিভুঁইয়ে ছুটি কাটানো থেকে রেস্তরাঁ, অনুষ্ঠান, একসঙ্গে বহুবার দেখা গিয়েছে সোনাক্ষী এবং জাহিরকে। যদিও পরস্পরকে প্রিয়বন্ধু বলেই উল্লেখ করতেন তাঁরা।  তাই তাঁদের প্রেম কবে হল, কে তাঁদের মেলালেন এবং কবে বিয়ের সিদ্ধান্ত নিলেন, জানতে উদগ্রীব প্রায় সকলেই। এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, এখানে কিউপিডের ভূমিকা পালন করেছেন বলিউডের 'ভাইজান' সলমন খান। সোনাক্ষী এবং জাহির, বলিউডে দু'জনের কেরিয়ারও সলমনের হাতেই শুরু। (Sonakshi Sinha Marriage)


একসময় অর্জুন কপূরের সঙ্গে সোনাক্ষীর সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়। কিন্তু সেই সম্পর্ক ভাঙে তিক্ততার সঙ্গে। সোনাক্ষী সেই নিয়ে মুখ না খুললেও, অর্জুন জানান, কখনও কখনও দুই মানুষের রাস্তা আলাদা হয়ে যায়। কিন্তু ব্যক্তি হিসেবে সোনাক্ষীকে আজও পছন্দ করেন তিনি। এর পর সলমনের বাড়ির পার্টিতেই জাহিরের সঙ্গে সোনাক্ষীর আলাপ বলে জানা গিয়েছে। অল্পদিনের মধ্যেই পরস্পরের বন্ধু হয়ে ওঠেন তাঁরা, এর পর মন দেওয়া-নেওয়া। ২০১০ সালে সলমনের বিপরীতে 'দবং' ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন সোনাক্ষী। ২০১৯ সালে সলমনের প্রযোজনায় তৈরি 'নোটবুক' ছবিতে অভিনয় করেন জাহির। ২০২২ সালে 'ডাবল এক্স এল' ছবিতে একসঙ্গে অভিনয় করেন সোনাক্ষী এবং জাহির। 


আরও পড়ুন: Sonakshi-Zaheer Wedding: ঈশ্বর-আল্লাহ্ সাক্ষী, তোমার চোখে দেখেছিলাম..., বিয়ের পর যা লিখলেন সোনাক্ষী


গত কয়েক বছরে প্রায়শই একসঙ্গে দেখা গিয়েছে সোনাক্ষী এবং জাহিরকে। তবে ২০২৩ সালে সোনাক্ষীর জন্মদিনেই প্রথম সর্বসমক্ষে ভালবাসার কথা স্বীকার করেন জাহির। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সোনাক্ষীর প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে। সোনাক্ষী জানান, জাহিরের সঙ্গে খুনসুটির সম্পর্ক তাঁর। জাহিরকে তিনি 'পার্সোনাল সাইকো' বলেও উল্লেখ করেছেন। পারস্পরিক সমীকরণকে তুলনা করেছেন 'টম অ্যান্ড জেরি'র সঙ্গে।


কেরিয়ারের খরা কাটিয়ে এবছর ফের অভিনয়ের জগতে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে সোনাক্ষীর। 'হীরামন্ডি'ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে সকলের। প্রচারে কপিল শর্মার শোয়ে গিয়ে সোনাক্ষী জানান, বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। জাহির জানান, তাঁর সঙ্গে সোনাক্ষীকে জড়িয়ে যা ইচ্ছে ভাবতে পারেন মানুষজন। তাঁরা ভাল আছেন, খুশিতে আছেন। সেই থেকেই তাঁদের বিয়ের খবর নিয়ে জল্পনা শুরু হয়। 


অতি সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষী এবং জাহিরের বিয়ের কার্ডের ছবি ভাইরাল হয়, যাতে তাঁরা জানান, সাত বছরের সম্পর্ককে এবার পরিণতি দিতে চলেছেন তাঁরা। প্রেমিক-প্রেমিকা নয়, এবার স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে জীবন শুরু করতে চলেছেন। এতদিন তাঁদের নিয়ে যা গুঞ্জন ছিল, তা সত্য বলেও অডিও রেকর্ডিংয়ে ঘোষণা করেন যুগলে। 


সোনাক্ষী এবং জাহিরের সম্পর্ক নিয়েও কাটাছেঁড়া শুরু হয়। ভিনধর্মের এই বিয়েতে সোনাক্ষীর পরিবারের সায় নেই, তাঁদের বাড়ির নাম যেখানে 'রামায়ণ', সেখানে জাহিরের প্রবেশে কারও সায় নেই বলে গুঞ্জন কানে আসে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই মুম্বইয়ে একত্রিত হয় দুই পরিবার। আর সেখানেই শত্রুঘ্ন জানিয়ে দেন, তাঁর মেয়ে যাকে ইচ্ছে করতে বিয়ে করতে পারেন। এতে কারও কিছু বলার অধিকার নেই। 


বিয়ের আয়োজন নিয়ে সামান্য কিছু মতবিরোধ ছিল, তা মিটে গিয়েছে বলেও জানান শত্রুঘ্ন। জাহিরের বাবাও জানান যে, সোনাক্ষী এবং জাহির মনের সম্পর্কে বাঁধা পড়েছেন। ধর্মের কোনও ভূমিকা নেই এখানে। হিন্দু বা মুসলিম রীতি অনুযায়ী নয়, দু'জনে যে আইনি বিয়ে করছেন, তাও খোলসা করেন তিনি। এর পর রবিবার সোনাক্ষী এবং জাহিরের চারহাত এক হল।