নয়াদিল্লি: মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিশেষ পোস্ট করেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে (Sonali Bendre)। স্মরণ করলেন তাঁর ক্যান্সার যাত্রাকে (cancer journey)। যেই হাসপাতালে তাঁর চিকিৎসা চলেছিল, সেখানে যান অভিনেত্রী। তখনই পুরনো কথা মনে পড়ে তাঁর।
সোনালীর বিশেষ ভিডিও
সোনালী বেন্দ্রের পোস্ট করা ভিডিওয় দেখা যায় স্বামী গোল্ডি বহেলের সঙ্গে সোফায় বসে রয়েছেন তিনি। যে সময় ওই হাসপাতালে তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য আসতেন সেই সময়ের কথা মনে করছিলেন অভিনেত্রী।
তাঁর ক্যাপশনে লেখা রয়েছে, 'এই চেয়ার, এই দৃশ্য, ঠিক এই নির্দিষ্ট জায়গায়... ৪ বছর পর। নিছক ত্রাস থেকে অব্যাহত আশা, অনেক কিছু পরিবর্তিত হয়েছে তবুও অনেক কিছুই একই রয়ে গেছে। ওখানে বসে থাকা এবং রোগীদের ভিতরে যেতে দেখা অবাস্তব লাগছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমি একইরকম সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম... কেমোথেরাপি স্যুইট, একই ওয়েটিং রুম, খালি মুখগুলো আলাদা... মনে হচ্ছিল, ওই রোগীদের বলি যে আশা আছে। আমি ওই পারে থেকেছি এবং এখন আমাকে আজ দেখুন। খুবই তেতো-মিষ্টি মেশানো একটা দিন ছিল। আমি বেরোলাম, ছেলের চোখের দিকে তাকালাম, বিশ্বব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানালাম সবকিছুর জন্য।'
প্রসঙ্গত, ২০১৮ সালে জানা যায় সোনালী বেন্দ্রে ক্যান্সার আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর দেন তিনি। পরে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে ডাক্তাররা তাঁকে বলেছিলেন যে তাঁর এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। তবে মিব়্যাকল হয়! সোনালী বেন্দ্রে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে জিতে আবার স্বমহিমায় ফিরেছেন কাজে।