কলকাতা: মাতৃত্বের স্বাদ উদযাপন করতে করতেই কাজ ফিরলেন বিটাউন তারকা সোনম কপূর। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত ছবি  'ব্লাইন্ড'। বলিউডসূত্রের খবর, জিও সিনেমায়  ৭ জুলাই মুক্তি পাবে এই ছবি। সোম মাখিজা পরিচালিত এই ছবিতে সোনমের কপূরের পাশাপাশি অভিনয় করেছেন পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফ সহ বলিউডের একাধিক পরিচিত মুখ। 


প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের জন্ম দেওয়াকে স্বার্থপর সিদ্ধান্ত বলেন সোনম কপূর। সোনম কপূর বলেন, 'অগ্রাধিকার বদলে যায়। আমার মনে হয় সন্তান শুধুমাত্র আমারই থাকবে। আসলে সত্যিটা হচ্ছে, ওরা মানে সন্তানরা তো নিজেরা বেছে নিয়ে এই পৃথিবীতে আসে না। আমরাই ওদের এই পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিই। তাই এই সিদ্ধান্ত সত্যিই বড় স্বার্থপর।'


আরও পড়ুন...


Sharp Memory: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?


গতবছরের মার্চ মাসে মা হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শ্যুটের ছবি পোস্ট করে অভিনেত্রী মাতৃত্বের কথা ঘোষণা করেন তিনি। ছবিতে স্পষ্ট ছিল তাঁর 'বেবি বাম্প'। এরপর একাধিক ফটোশ্যুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কাড়ে সকলের। তারপর  ২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য। এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কপূর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, '২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যাঁরা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাঁদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল।' তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কপূর। 


আরও পড়ুন...


Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন


উল্লেখ্য়, বেতন বৈষম্য় নিয়ে কথা বলে খবরের শিরোনামে এসেছিলেন সোনম। এই ব্যাপারে 'কফি উইথ করণ'-এ অভিনেত্রী মুখ খোলেন। তিনি বলেন, 'এই পারিশ্রমিকে বৈষম্যটা জঘন্য। আমি এর বিরুদ্ধে কথা বলতে পারি, তারপর সেই চরিত্রগুলো আমি পাই না এবং তাতে আমার সমস্যা নেই। আমি সেটা সামলে নিতে পারব। আমি গত দুই-তিন বছরে বুঝতে পেরেছি যে কাউকে বিচার করার অধিকার আমার নেই। আমি বিশেষাধিকারপ্রাপ্ত, তাই কঠিন সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন নয়। আমি মনে করি, নারী হিসেবে, অভিনেতা হিসেবে, শিল্পী হিসেবে আমাদের প্রাপ্য পাওয়ার সময় এসেছে।'