কলকাতা: এই গল্প কেবলমাত্র একটা ত্রিকোণ প্রেমের গল্প নয়, দুই বোনের সম্পর্কের গল্পও। সংসারে বাবা চলে যাওয়ার পরে সমস্ত দায়িত্ব এসে পড়ে বাড়ির মেজো মেয়ে সন্ধ্যার কাঁধে। ছোট বোন তারাকে ভীষণ ভালবাসে সে। কিন্তু ভাগ্যের ফেরে দুই বোনেরই পছন্দ হয় একজনকে। নায়ক আকাশনীল। ছোটপর্দায় এমনই এক গল্পের প্রেক্ষাপটে নতুন ধারাবাহিক নিয়ে আসছে 'সন্ধ্যাতারা'।
কিন্তু এ তো গেল ধারাবাহিকের গল্প। কিন্তু কী চলছে ধারাবাহিক 'সন্ধ্যাতারা'-র শ্যুটিং ফ্লোরে। ধারাবাহিক শুরুর আগে উঁকি মারল এবিপি লাইভ। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় প্রথম কাজ করবেন নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajeet Banerjee)। কীভাবে এই ধারাবাহিকের জন্য মনোনীত হলেন তিনি? সৌরজিৎ বলছেন, 'প্রথমে প্রযোজনা সংস্থার থেকে ফোন আছে। ৮ দফা অডিশন দিয়ে তবে এই চরিত্রে আমার মনোনয়ন হয়েছে। ভীষণ ভাল লাগছে কাজ করে। আমাদের পরিচালক ভীষণ প্রাণবন্ত, টিমের সবাইও ভীষণ ভাল।'
সৌরজিৎ মেদিনীপুরের ছেলে, কিন্তু পড়াশোনার সূত্রে বেলুড়ে থাকেন তিনি। লিলুয়া ডনবস্কো স্কুলে পড়াশোনা শেষের পরে পড়েছেন আশুতোষ কলেজে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম আকাশনীল। অভিনেতা বলছেন, 'ধারাবাহিকের চরিত্রের মতো আমিও ভীষণ পরিবারকে নিয়ে থাকতে ভালবাসি। আর যে কোনও মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া আমার স্বভাব। তবে ধারাবাহিকে চরিত্রের মতো বিবাদে জড়াই না।'
অন্যদিকে এই ধারাবাহিকে, দুই বোন সন্ধ্যা ও তারার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) ও অমৃতা দেবনাথ (Amrita Debnath)-কে। আর ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে নায়কের সম্পর্কে মজার কথা ফাঁস করলেন অভিনেত্রী অন্বেষা! সৌরজিতের সম্পর্কে কথা বলতে গিয়ে অন্বেষা বলেন, 'সৌরজিৎ ভীষণ ভাল কাজ করে, তবে আমার সঙ্গে ওর এই প্রথম কাজ করার অভিজ্ঞতা। সৌরজিৎ আমায় একটু ভয় পায়, যদিও তার কোনও কারণই নেই।' পাশে বসে লাজুক হাসেন সৌরজিৎ।
নিজের চরিত্র নিয়ে অন্বেষা বলেন, 'এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রটা খুব দায়িত্বশীল। বাবা মারা যাওয়ার পরে সে যেন আগলে রেখেছে গোটা পরিবারকে। আর ছোট বোন তারা তার কাছে সন্তান। পারলে সে তারাকে তুলোয় মুড়ে রাখে।' একই সুর শোনা গেল তারা ওরফে অমৃতার গলায়। বললেন, 'এই ধারাবাহিকে আমরা কেউ শত্রু নই, কেউ ভিলেন নই। ত্রিকোণ প্রেমের গল্প হলেও একে অপরের বিরুদ্ধে বৈরিতার গল্প বলবে না এই ধারাবাহিক।'
আরও পড়ুন: Tips to avoid foodborne risks: খাবারের মান নিয়ে চিন্তা? বিপদ এড়াতে ঘরেই নজর কোন কোন দিকে?
আরও পড়ুন: World Food Safety Day 2023: 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে