মুম্বই: ‘পেয়ার কা পঞ্চনামা’ এবং ‘সনু কি টিটু কি সুইটি’-র অভিনেত্রী নুসরত ভারুচা প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার। ঘটনার আকষ্মিকতায় এতটাই স্তম্ভিত অভিনেত্রী যে তিনি বাউন্সার ভাড়া করারও ভাবনাচিন্তা করছেন। এই জঘন্য অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন নুসরত।
সম্প্রতি পুণেতে এক ইভেন্টে হাজির ছিলেন নুসরত। সেখানেই তাঁর এক ভক্ত এগিয়ে এসে সেলফি তোলার অছিলায় নুসরতের কোমরে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। ওই অবস্থায় কীভাবে প্রতিক্রিয়া দেবে বুঝেই উঠতে পারেননি অভিনেত্রী।
‘সনু কি টিটু কি সুইটি’ টিমেরই এক মেকআপ আর্টিস্ট এসে কোনওরকমে নুসরতকে উদ্ধার করেন। ওই ব্যক্তিকে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলেন।
প্রসঙ্গত, যে কোনও অনুষ্ঠানে গেলেও, এই নবাগতা অভিনেত্রী সাধারণত অনুষ্ঠানের আয়োজকদের কাঁধেই এতদিন পর্যন্ত নিজের নিরাপত্তার দায়িত্বটা দিয়ে রাখতেন। কিন্তু তাঁর এবারের অভিজ্ঞতায় তিনি কার্যত বাকরুদ্ধ। আপাতত, তিনি বাউন্সার রাখবেন বলেই স্থির করেছেন।
প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার ‘সনু কি টিটু কি সুইটি’ র অভিনেত্রী নুসরত ভারুচা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2018 04:52 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -