কলকাতা: বর্তমানে মঞ্চে শো করার শরীরী ভাষা বদলেছে। এখন সাধারণত আর কেউ এক জায়গায় দাঁড়িয়ে গান গান না। গাইতে গাইতে রীতিমতো নাচ করে একেবারে মাতিয়ে রাখেন গোটা মঞ্চ। এই তালিকায় রয়েছে বলিউড থেকে টলিউডের বিভিন্ন সঙ্গীতশিল্পীরাই। আর সেই তালিকার মধ্যেই রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় শিল্পী সোনু নিগম (Sonu Nigam)। সদ্য পুণে-তে একটি শো করতে গিয়েছিলেন সোনু নিগম। আর সেখানেই একটি তীক্ত অভিজ্ঞতার স্বীকার হয়েছেন তিনি। কী হয়েছে সঙ্গীতশিল্পীর?
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিয়েছেন সোনু নিগম। সেখানে দেখা গিয়েছে, তিনি বলছেন, তাঁর সঙ্গে কী কী হয়েছে। কিন্তু ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আর তাঁর টিম থেকে তাঁকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করছেন। কেউ কেউ ম্যাসাজ করে দিচ্ছেন তাঁর পিঠে। কেউ কেউ আবার ধরে রয়েছেন তাঁর দুটো হাত। কিন্তু কী হয়েছে সঙ্গীতশিল্পীর? জানা যাচ্ছে, স্বভাব মতোই মঞ্চে গান গাইতে গাইতে নাচ করছিলেন তিনি। হালকা কিছু স্টেপ তিনি গানের সঙ্গে হামেশাই করে থাকেন। সেটাই করছিলেন। কিন্তু সেই নাচ করতে গিয়েই হঠাৎ শিরদাঁড়ায় চোট লেগে যায় শিল্পীর। এতটাই যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। মনে হচ্ছিল কেউ তাঁর শিরদাঁড়ায় সূঁচ ফোটাচ্ছে। কোনওমতে শো শেষ করেন সোনু। মঞ্চ থেকে নেমে আসেন সহকারীদের কাঁধে ভর দিয়ে। আর তারপরেই চলে তাঁর চিকিৎসা। বিভিন্ন স্ট্রেচিংয়ের মাধ্যমে সোনুর মাসলগুলিকে আলগা করার চেষ্টা করা হচ্ছিল। সেই ভিডিওই প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে সোনু জানিয়েছেন মা সরস্বতীর অনেক কৃপা যে তিনি শো-টা শেষ করতে পেরেছেন। পিঠে ব্যথা নিয়েই গান চালিয়ে গিয়েছিলেন সোনু। যে ভিডিও তিনি শেয়ার করে নিয়েছেন, সেখানে তিনি যা যা কথা বলেছেন, সবটাই বিছানায় শুয়ে। জানা যাচ্ছে আপাতত কিছুদিন বিশ্রাম করতে হবে সঙ্গীতশিল্পীকে। তারপরে আবার তিনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন। প্রসঙ্গত, সোনু নিগম বলিউডের অন্যতম ফিট অভিনেতা। তিনি যথেষ্ট শরীরচর্চা করেন। কিন্তু তাঁর পরেও এই চোট কার্যত শয্যাশায়ী করে দিয়েছে তাঁকে। এখনও তাঁর সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: Iman Chakraborty: সরস্বতী পুজোর দিনই বিবাহবার্ষিকী, কেমন করে কাটালেন ইমন চক্রবর্তী?