কলকাতা: মনখারাপের গানের মুক্তিতে উৎসবের আমেজ। মুক্তি পেল কাছের মানুষ (Kacher Manush)-এর নতুন গান মুক্তি দাও (Mukti Dao)। সাউথ সিটিতে তখন অনুরাগীদের ঢল, ঝলমলে আলোয় সেজে উঠেছে মঞ্চ। সবার ক্যামেরা তাক করা মঞ্চের দিকে। ঘোষণা হতেই একসঙ্গে মঞ্চে এলেন সোনু নিগম (Sonu Nigam) ও দেব (Dev)।
সদ্য মুক্তি পেয়েছে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ইশা সাহা (Ishaa Saha) অভিনীত 'কাছের মানুষ' ছবির গান মুক্তি দাও। এই গানটি গেয়েছেন সোনু নিগম। আজ গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ গায়ক। সোনুর সুরেলা গলায় মেতে উঠল সাউথ সিটি, অনুরাগীদের উচ্ছাস মিশে গেল সেই সুরে।
সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন দেব।
ছবি মুক্তির পর নন্দনে শো পাওয়া নিয়ে রেশারেশি ইদানিং প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে। সত্যিই কি নন্দন বিতর্ক ছবির ব্যবসায় কোনওরকম ছাপ ফেলে? দেব বলছেন, 'আমিও তো প্রথম কয়েকটা ছবির ক্ষেত্রে নন্দনে হল পাইনি। হল পাওয়ার লড়াইটা অনেকের আছে। আমি প্রথম যে হল নিয়ে লড়াই করেছি। বাঙালিরা কখনও টিম হিসেবে খেলতে ভালোবাসে না। আমি যখন একা লড়াই করতাম, সবাই হাসত। বলত এমপি (সাংসদ) হল পাচ্ছে না। যদি ভালোবাসাতে কাজ না হয়, কী করব ক্ষমতা দিয়ে! আমি তো কখনও হল পাওয়ার জন্য সাংসদ হওয়ার ক্ষমতাই ব্যবহার করিনি। ভয় দেখিয়ে একটা শো হয়তো পাব। কিন্তু আমায় তো সারা জীবন এই লড়াইটা চালিয়ে যেতে হবে। সবসময় আমি সাংসদ নাও থাকতে পারি। আমার লড়াইয়ের সময় কাউকে পাশে পাইনি আমি। কিন্তু এখন তো এক নম্বর প্রযোজনা সংস্থা হল পাচ্ছে না, সৃজিত মুখোপাধ্যায় লিখছেন আমি হল পাচ্ছি না। তখন? আমি সৃজিত মুখোপাধ্যায়কে ফোন করে অনুরোধ করেছিলাম 'কাকাবাবু' আগে রিলিজ করার জন্য। আজকে আমরা যদি হিন্দি, ইংরাজি, দক্ষিণী ছবিকে হল ছেড়ে দিই, আগামীদিনে নতুন ছবির জন্য আমরাই হল পাব না। লকডাউনের মধ্যে 'টনিক' ১০০ দিন সম্পূর্ণ করেছিল। সৃজিত মুখোপাধ্যায় তখন ফোন করে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, 'তুই এই সাহসটা দেখালি।' নন্দন হোক বা মাল্টিপ্লেক্স.. এই লড়াইটা আমার একার নয়। যখন অন্যের লড়াই হবে তখন তোমার একার লড়াই আর নিজে হল না পেলে কান্নাকাটি করব এভাবে তো চলতে পারে না।'