নয়াদিল্লি: সোনু সুদ (Sonu Sood) মানেই প্রয়োজনের সময় সাহায্যের হাত। গোটা দেশ তাঁকে অভিনেতা থেকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। আর তা হবে নাই বা কেন! করোনাকালেও (Covid Period) যার যখন যা প্রয়োজন হয়েছে, শুধু একবার তাঁর নজরে আসার অপেক্ষা, সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছে সাহায্য। তারপরেও অন্যদের জন্য নিরন্তর সেবা চালিয়ে যাচ্ছেন পর্দার 'ছেদি সিংহ'। তেমনই তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন দুঃস্থ শিশুদের (underprivileged children) পড়াশোনার (education) ক্ষেত্রেও। এবার সিদ্ধান্ত নিলেন কচিকাঁচাদের জন্য স্কুলবাড়ি তৈরির। 


দুঃস্থ শিশুদের জন্য স্কুলবাড়ি বানাবেন সোনু সুদ


সম্প্রতি বিহারের কাটিহারের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ হয়েছে সোনু সুদের। যিনি চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য শুরু করেছেন স্কুল। এবং সেই স্কুলের নাম রেখেছেন সমাজকর্মী ও অভিনেতা সোনু সুদের নামে। 


নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন সেই স্কুলের কথা উল্লেখ করে সোনু সুদ ঘোষণা করেন যে ওই শিশুদের জন্য স্কুলবাড়ি তৈরি করবেন তিনি যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের অসুবিধা না হয়। 


চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, সোনু সুদ নিজেই চমকে যান ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতোর কথা পড়ে। নিজের নিশ্চিত বেতনের চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য স্কুল শুরু করেন তিনি এবং নাম রাখেন সোনুর নামে। প্রায় ১১০জন শিশুকে বিনামূল্যে শিক্ষা এবং খাদ্য সরবরাহের দায়িত্ব নেন বীরেন্দ্র। তাঁর এই প্রচেষ্টায় মুগ্ধ হন অভিনেতা। তিনি দেখা করেন বীরেন্দ্র ও ওই শিশুদের সঙ্গে। বীরেন্দ্রর এই স্কুল ওই শিশুদের থাকার জায়গাও বটে। 


বীরেন্দ্রর সঙ্গে সময় কাটিয়ে স্কুলের জন্য কী কী প্রয়োজন তা বোঝার চেষ্টা করেন সোনু, রেশন থেকে শিক্ষার গুণগত মান, সচেতনতা বৃদ্ধি থেকে ধনী ও গরিবের মধ্যে শিক্ষার ব্যবধান নিশ্চিহ্ন করা, সব নিয়েই আলোচনা হয়। দিনের শেষে সোনু সুদ নতুন স্কুলবাড়ির কাজ শুরু করেন, যেখানে আরও বেশি সংখ্যক দুঃস্থ শিশু এসে পড়াশোনা করতে পারবে এবং সকলে যেখানে পেট ভরে খেতে পাবে। 


 






'দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শ্রেষ্ঠ উপায়। সমাজের প্রান্তিক শিশুদের শিক্ষিত করাই আমাদের প্রাথমিক লক্ষ্য, যাতে চাকরির ক্ষেত্রে তারা আরও ভাল সুযোগ পেতে পারে।' অভিনেতা আরও বলেন, 'উচ্চশিক্ষার বিষয়ে এখনও কাজ চলছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুষ্টি এবং স্কুলের সার্বিক উন্নয়ন কারণ শিশুদের জন্য এটাই রাত্রে থাকার জায়গা।'


আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা


উল্লেখ্য, আপাতত সোনু সুদ গোটা দেশজুড়ে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছেন।