মুম্বই: আজ, ৩০ জুলাই, ৪৭ পূর্ণ করলেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood Birthday)। তাঁর সমাজ কল্যাণমূলক কাজের নজির দেশবাসীকে আর নতুন করে বলার কিছুই নেই। এখনও তাঁর উদার মনে মজেন সাধারণ মানুষ। তবে অভিনেতা হিসেবে তিনি যে পর্দাতেও সমানভাবে শক্তিশালী (powerful acting skill), সে কথাও বলার অপেক্ষা রাখে না। তাঁর কাজ প্রভাবিত করে সাধারণ মানুষকে। আজ তাঁর জন্মদিনে, ফিরে দেখা যাক সোনু নিগমের দারুণ কিছু কাজের নমুনা। 


'দাবাং' (Dabangg)


সলমন খান অভিনীত এই জনপ্রিয় ছবিতে ছেদি সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন সোনু সুদ। ছবির প্রধান খলনায়ক ছিলেন তিনি। অ্যাকশন কমেডি ঘরানার এই ছবিতে ভাইজানের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন এবং তাঁর চরিত্র ভূয়সী প্রশংসা পেয়েছিল। 


'এক বিবাহ... অ্যায়সা ভি' (Ek Vivaah... Aisa Bhi)


'এক বিবাহ... অ্যায়সা ভি' একটি রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি যেখানে মুখ্য চরিত্রে দেখা যায় সোনু সুদকে, ইশা কোপিকরের বিপরীতে। ধনী ছেলে প্রেমের প্রেমে পড়ে চাঁদনী নামের একটি মেয়ে। কিন্তু বাগদানের দিন চাঁদনীর বাবা মারা গেলে প্রেমকে পাশে সরিয়ে নিজের ভাইবোনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় সে। পরিবারের জন্য নিজের খুশি, ভাল থাকা, আনন্দ সবকিছুই জলাঞ্জলি দিতে রাজি হয় সে। আবেগঘন ছবির গল্পের জন্য জনপ্রিয়তা লাভ করে এটি। 


'যোধা আকবর' (Jodhaa Akbar)


সুজামলের চরিত্রে অভিনয় করতে দেখা যায় সোনু সুদকে এই ঐতিহাসিক ঘরানার ছবিতে। ঐশ্বর্য রাই অভিনীত চরিত্র যোধার তুতো ভাই এবং রাজপুত যোদ্ধা ছিলেন সুজামল। দর্শক ও সমালোচক সকলেরই প্রশংসা পায় সোনুর অভিনয়। 


'হ্যাপি নিউ ইয়ার' (Happy New Year)


এই হাইস্ট কমেডি ছবিতে, সোনুর চরিত্রের নাম ছিল জগমোহন প্রকাশ, যে পেশায় হ্যাকার। শাহরুখ খানের অধিনায়কত্বে তৈরি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তাঁর কমিক টাইমিং এবং চরিত্রায়ন বেশ প্রশংসা পায়। 


আরও পড়ুন: Rocky Aur Rani Kii Prem Kahaani: রকি আর রানির প্রেম কাহিনিতে নজর কাড়ল ধর্মেন্দ্র-শাবানার চুম্বনের দৃশ্য, অভিজ্ঞতা জানালেন অভিনেতা


'সিম্বা' (Simmba)


কপ-অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'সিম্বা'. সোনু সুদকে ফের দেখা যায় নেতিবাচক চরিত্রে, যার নাম ছিল দুর্বা রানাদে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের চরিত্রে দেখা যায় তাঁকে। এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করে এবং অ্যাকশন সিক্যোয়েন্স অত্যন্ত প্রশংসিত হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial