সোশ্যাল মিডিয়ায় বারে বারে সামনে আসছে সোনুর সাহায্যের হাত বাড়ানোর কথা। তাঁকে সাধুবাদ জানিয়ে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। লিখেছিলেন, তিনি সোনু সুদের কাজের জন্য গর্বিত। ট্যুইট করেছিলেন জয়ন্ত পাটিলও। ইতিমধ্যেই ১২ হাজার পরিয়াযী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন সোনু।
সম্প্রতি ট্যুইটারে এক অনুরাগী মজা করে সোনুকে লেখেন, 'আপনি আমায় ঠেক পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? আমি মদ কিনতে চাই।' প্রত্যুত্তরে সোনু লেখেন, 'ভাই আমি কেবল ঠেক থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি। প্রয়োজন পড়লে বলবেন।' সোনুর এই উত্তর একদিকে যেমন বুদ্ধিদীপ্ত, অন্যদিকে বার্তাবহও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সোনুকে নিয়ে বেশ কিছু ছবি। মজার ছলে তাতে রয়েছে শ্রদ্ধাও। অনেকেই সোনুর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।