নয়াদিল্লি: কোভিড অতিমারী (Corona Virus) যেমন আমাদের থেকে অনেক কিছু কেড়েছে তেমনই এমন অনেক মানুষকে আমাদের কাছে নিয়ে এসেছে যাঁদের হয়তো এমনিতে চিনতামও না। অমুক পাড়ার তমুকের অক্সিজেনের প্রয়োজন থেকে কোনও পাড়ার কোনও কোভিড আক্রান্ত পরিবারে অন্নের সংস্থান। বা ধরুন অতিমারীর কবলে ভিন রাজ্য়ে আটকে পড়া মানুষদের বাড়ি ফেরানো। একাধিক কাজে এগিয়ে এসে সাহায্য করেছেন একাধিক চেনা-অচেনা মানুষ। এগিয়ে এসেছেন বহু রাজনীতিক, নেতা, অভিনেতাও। এই সময়ে রুপোলি পর্দা সরিয়ে মাটির মানুষ হয়ে সাধারণের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। শুধু নিজের রাজ্যেই নয়, গোটা দেশে যেখানে যে সমস্যা পড়ে তাঁর কাছে সাহায্য চেয়েছে, কাউকে খালি হাতে ফেরাননি। 


তাঁর এই সাহায্য পেয়ে অভিভূত সাধারণ মানুষ তাঁকে একপ্রকার ঈশ্বর বলেই মানতে শুরু করেছেন। তাঁর নামে মন্দিরও তৈরি হয়েছে। একাধিক বিমান সংস্থাও তাঁকে সম্মান জানিয়েছেন। দুর্গাপুজোর মণ্ডপে তাঁর প্রতিকৃতিও তৈরি হয়। 


 



এবার তাঁর ছবি নিজের বুকে এঁকে শহরের রাস্তায় ঘুরলেন এক যুবক। এমনই একটি পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা। মোট পাঁচটি ছবিতে দেখা যাচ্ছে এক যুবক গোটা শরীরে তেরঙ্গা (Tricolor) এঁকেছেন। বুকে সোনু সুদের ছবি। ওপরে লেখা 'রিয়েল হিরো' (Real Hero)। পিঠেও একই ভাবে আরও একটি ছবি আঁকা। তার সঙ্গে লেখা, 'রিয়েল হিরো সোনু সুদ' (Real Hero Sonu Sood)। পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। লেখেন, 'এত ভালবাসার জন্য ধন্যবাদ'।


কিছুদিন আগেই গুজব ছড়ায় যে রাজনীতিতে যোগদান করছেন সোনু সুদ। গুজব রটেছিল তিনি ২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়বেন। খবর রটতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন গরিবের 'মসিহা' সোনু সুদ। 'দাবাং' অভিনেতা যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দেন। 


তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানিয়েছিলেন, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু। 


আরও পড়ুন: Harry Potter- Return to Hogwarts: আসছে বহু প্রতীক্ষিত 'হ্যারি পটার: রিটার্ন টু হগওয়ার্টস', কোথায়, কবে, কখন দেখবেন?