নয়াদিল্লি: সব অপেক্ষার অবসান। ২০ বছর ফিরে আসছে জাদুর সফর। দর্শকদের নিয়ে জাদুর দুনিয়ায় যাওয়ার জন্য তৈরি 'হ্যারি পটার' (Harry Potter) ফ্রাঞ্চাইজি ও তার গোটা টিম। ২০ বছর উদযাপনে হাজির হচ্ছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট, এমা ওয়াটসন (Daniel Radcliffe, Rupert Grint and Emma Watson)। সঙ্গে থাকবেন ছবির সকল কলাকুশলী। বিশেষ এই রিইউনিয়ন পর্বের নাম রাখা হয়েছে 'হ্যারি পটার দ্বাদশ অ্য়ানিভার্সারি: রিটার্ন টু হগওয়ার্টস' (Harry Potter 20th Anniversary: Return to Hogwarts)। কেবল বিদেশেই নয়, এই বিশেষ পর্ব দেখা যাবে ভারতেও। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে অফিশিয়াল ট্রেলার। 'হ্যারি পটার' চরিত্রের স্রষ্টা জে কে রাউলিংয়ের কোনও সাক্ষাৎকার নেওয়া হয়নি, কেবল মাত্র ছবির আর্কাইভাল ফুটেজে দেখা যাবে তাঁকে।
কোথায় দেখতে পাবেন এই বিশেষ পর্ব? (Where can you watch Harry Potter Return to Hogwarts?)
নস্টালজিয়ায় ভাসতে তৈরি থাকুন নতুন বছরে। ১ জানুয়ারি 'হ্যারি পটার রিটার্ন টু হগওয়ার্টস' স্ট্রিম করা শুরু করবে অ্যামাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Videos)। এই নির্দিষ্ট পর্বটি প্রযোজনা করেছেন 'ওয়ার্নার ব্রাদার্স'।
ভারতে কখন ও কবে মুক্তি পাবে এই পর্ব? (Release date and time in India of Harry Potter Return to Hogwarts?)
১ জানুয়ারি ২০২২, ঠিক দুপুর আড়াইটেয় অ্যামাজন প্রাইমের ভারতীয় মেম্বাররা দেখতে পাবেন এই বিশেষ পর্ব।
আরও পড়ুন: Disha Patani in Yodha: সাহায্য ছাড়াই স্টান্ট করছেন দিশা পটানি, আসছে 'যোদ্ধা'
সপ্তাহ খানেক আগেই এই বিশেষ পর্বের ট্রেলার মুক্তি পায়। বিশ্বজুড়ে কয়েক লক্ষ ভক্ত চোখের জল ফেলেছেন, আবেগপ্রবণ হয়েছেন নস্টালজিয়ায়। তাঁদের প্রথম লুকও নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।