মুম্বই: লকডাউনে বন্ধ রয়েছে কাজ, অথচ সারাদিন রিং হয়েই চলেছে তাঁর ফোন! এত ফোনের উত্তর একসঙ্গে দেওয়া অসম্ভব, কিন্তু যোগাযোগ করতে হবে সবার সঙ্গে।  ভীনরাজ্য থেকে তাঁদের পৌঁছে দিতে হবে বসতভিটেয়। ৭০ হাজার মানুষ রয়েছেন ফোনের ওয়েটিং লিস্টে। যোগাযোগের মাধ্যম সহজ করার জন্য তাই টোল ফ্রি নম্বর চালু করলেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিলেন সেই ফোন নম্বর।

'নমস্কার! আমি আপনাদের বন্ধু সোনু সুদ বলছি'... সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই শিরোনামের একটি ডিজিটাল লিফলেট। তাতে লেখা আছে, 'নমস্কার! আমি আপনাদের বন্ধু সোনু সুদ বলছি। আমার প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা যদি মুম্বইতে থাকেন ও নিজের বাড়ি ফিরতে চান, তাহলে দয়া করে ১৮০০১২১৩৭১১ এই নম্বরে ফোন করুন। অথবা নিজের নাম ও ঠিকানা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে- ৯৩২১৪৭২১১৮। সেই সঙ্গে বলুন আপনারা সংখ্যায় কত জন আছেন, বর্তমানে কোথায় রয়েছেন ও কোথায় যেতে চান। আমি নিজে বা আমার দলের সদস্যরা সবরকম সাহায্য করবো আপনাদের। খুব তাড়াতাড়ি আমার দল আপনার সঙ্গে যোগাযোগ করবে। ধন্যবাদ।' এই নম্বর যাতে সবার কাছে পৌঁছে যায় ব্যবস্থা করে হয়েছে তারও।



যবে থেকে তিনি শ্রমিকদের ঘরে ফেরানোর কাজে যুক্ত হয়েছেন তবে থেকে নাকি বন্ধই হচ্ছে না তাঁর ফোন রিং হওয়া, বলছেন সোনু সুদ। তাঁর কথায়, 'এতদিন কেবল আমি উপার্জন করেছি, এখন একটু মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বাসে করে শ্রমিকদের যেতে অনেকটা সময় লাগছে। আবার রয়েছে প্রত্যেক জেলায় অনুমতি নেওয়ার ব্যাপারও। তাই যাঁরা আমায় সমস্তরকম সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদ।' সোনু জানান, ফোন বা মেসেজের বন্যায় ভাসছে তাঁর ফোন। একটি স্ক্রিন রেকর্ডও শেয়ার করেছেন তিনি।



করোনা লকডাউনে কাজ করতে ভীনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন বহু শ্রমিক। তাঁদের বাসস্থান থেকে নিত্য প্রয়োজনীয় খাবারটুকুও প্রশ্নের মুখে বেশিরভাগ জায়গায়। অনেকেই মরিয়ে হয়ে হেঁটে চলেছেন মাইলের পর মাইল। পথেই ফুরিয়ে আসছে বহু জীবন। পরিযায়ী শ্রমিকদের এই কষ্ট দেখে স্থির থাকতে পারেননি বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের তাগিদে একের পর এক ভাড়া করেছেন বাস-ট্রেন থেকে শুরু করে বিমান পর্যন্ত। তাঁর উদ্যোগে ইতিমধ্যেই মহারাষ্ট্র থেকে বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে পেরেছেন। সম্প্রতি ৩টি ট্রেন ভাড়া করেছেন তিনি। সামাজিক দূরত্ব মেনে সেই ট্রেনেই ফিরবেন আরও বেশ কিছু শ্রমিক। কেবল মুম্বই নয়, সম্প্রতি তিনি কেরালার ১৭৭ জন শ্রমিককে ওড়িশায় তাঁদের বাড়ি পাঠিয়েছেন সোনু সুদ।

এখনও অনেক মানুষের কাছে পৌঁছানো বাকি, তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া বাকি - বলছেন সোনু সুদ।