যদি আবার আঁকড়ে ধরতে পারতাম...মায়ের জন্মদিনে আবেগপ্রবণ সোনু সুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2020 01:10 PM (IST)
একরত্তি এই ছেলেটি এখন অনেক বড়। দুর্দশাগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি আজ ফরিস্তা। তিনি সোনু সুদ।
মুম্বই: সাদা কালো ছবি। ফিরে যাওয়া ছেলেবেলায়। মায়ের হাত থেকে কেক খাওয়া। মায়ের গা ঘেঁষে থাকা একটা ছোট্ট ছেলে। একরত্তি এই ছেলেটি এখন অনেক বড়। দুর্দশাগ্রস্ত লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি আজ ফরিস্তা। তিনি সোনু সুদ। আজ তাঁর মায়ের জন্মদিন। সাদা-কালো এই ছবিগুলি শেয়ার করে অতীতকে আঁকড়ে ধরতে চাইলেন অভিনেতা। আজ মা নেই। তাঁকে ছোঁয়াও সম্ভব নয়। কিন্তু যদি তাঁকে আঁকড়ে থাকতে পারতেন। আবেগপ্রবণ পোস্ট অভিনেতা সোনু সুদের। আর পাঁচজনের মতোই মা-ই সোনু সুদের জীবনে পথপ্রদর্শক, সঠিক পথের দিশা দেখানো আলো। লিখেছেন সোনু। কঠিন সময়ে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন তিনি। বহু মানুষের কাছেই আজ সোনু সুদ সাক্ষাৎ ঈশ্বর। তাঁর এই কর্মযজ্ঞে মা যেন তাঁকে সবসময়ের মতোই পথ দেখান, প্রার্থনা সোনুর। জীবনটা আর আগের মতো হবে না, কিন্তু পুনর্বার দেখা হওয়ার আগে পর্যন্ত মা যেন তাঁকে পথ দেখান, ট্যুইট সোনুর।