মুম্বই: আর ভিলেনের রোল করতে চাইছেন না দাবাং-সহ নানা হিন্দি ছবির খলনায়ক সোনু সুদ। তিনি ভাল পজিটিভ গল্প নিয়ে কাজ করতে চাইছেন। ফ্লোরে রয়েছে সোনুর নতুন তেলুগু ছবি আল্লু আধুরস। সন্তোষ শ্রীনিবাস পরিচালিত এই ছবি যেভাবে হওয়ার কথা ঠিক হয়েছিল, তার চেয়ে অনেক পরিবর্তন ঘটেছে তাতে। ছবির অফিসিয়াল লিড-ম্যান সাই শ্রীনিবাস বাল্লাকোন্ডা। তুলনায় সোনুর রোল কম ছিল আগে। কিন্তু তাঁর রোলটিকে মজবুত করে এবং অনেকখানি জায়গা বাড়িয়ে দিতে চাইছেন নির্মাতারা। সোনুর রোলটায় প্রচুর পজিটিভ দিক জুড়ে দেওয়া হয়েছে। এই ছবিটিতে তাঁর রোলকে নতুন করে গড়ে তোলার প্রসঙ্গেই পজিটিভ রোলে কাজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সোনু।
ডায়ালগ, স্ক্রিনের সময় বাড়ানোর জন্য এমনকী সোনুর উপর দু-দুটি গান চিত্রায়িত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। চিত্রনাট্যে পরিবর্তন করা হচ্ছে, কাহিনিতে নতুন বাঁক নিয়ে আসা হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স বাড়ানো হচ্ছে এবং এই সবই করা হচ্ছে সোনুকে মাথায় রেখে।
সোনু এ ব্যাপারে বলছেন, গত এক বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং পুরো পরিবর্তনটাই পজিটিভ চেঞ্জ। আর আমার আগামী দিনের কেরিয়ারের ব্যাপারে বলতে পারি আর সেই আগের মতো নেগেটিভ রোল করে যাব না। পজিটিভ এবং অথার ব্যাকড রোল করে যাওয়ার কথাই ভাবছি এখন থেকে। আমাকে ইতিমধ্যেই অনেকে ভাল ভাল রোলের প্রস্তাব দিয়েছেন। আমি সময় নিয়ে বসে সেগুলি বিবেচনা করতে চাই। প্রতি বছর কয়েকটা করে ভাল ছবি করতে চাই আমি।
গত কয়েক মাসে মহামারী কালে কৃষককে সাহায্য করা, ছোট ব্যবসায়ীকে সাহায্য করা, বেকার যুবক-যুবতীদের কাজের খোঁজ দেওয়া, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা-এমন নানা সেবামূলক কাজ করে রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছেন সোনু। তাই একদিকে তিনি যেমন পজিটিভ রোল করতে চাইছেন, তেমনই পরিচালক ও প্রযোজকরাও তাঁকে অন্য রকম রোল দেওয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন।