নয়াদিল্লি: চিলাহাটি-হলদিবাড়ি রেল লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৫ বছর পর আজ বৃহস্পতিবার ফের চালু হল এই রেল পথ। এদিন ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয়। এই রেল পথের একটা অংশ কলকাতা-শিলিগুড়ি। ১৯৬৫ সালে এই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে পণ্যবাহী রেল চলাচল করবে। পরবর্তী সময়ে সাধারণ মানুষের জন্য রেল চালানো হবে।
গতকাল ছিল বাংলাদেশের বিজয় দিবস। ৫০ তম বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনার পরাক্রমকে শ্রদ্ধা জানান মোদি। আর আজই চালু হল দুই দেশের সংযোগকারী রেলপথ। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের গুরুত্ব সবথেকে বেশি। এই ইঙ্গিতই দিয়েছেন মোদি। এদিন নরেন্দ্র মোদি বলেন, করোনাকালেও দুই প্রতিবেশী দেশ একে অপরকে সহযোগীতা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, বিজয় দিবস আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিন মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন হাসিনা। মোদি সরকার যেভাবে করোনা মোকাবিলা করছেন তাঁর প্রশংসা করেন তিনি। শহিদের শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১- এর যুদ্ধে যেসব ভারতীয় সেনা শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের জন্য যারা লড়াই করেছেন তাঁদের সম্মান জানাচ্ছি। ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে বাংলাদেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন রেলপথ উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন দুদেশের প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের স্বাধীনতায় মহাত্মা গাঁধীর অবদানের জন্য একটি ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়। নরেন্দ্র মোদি বলেন, মুজিবর রহমান এবং মহাত্মা গাঁধীর অবদান দেশের যুবকদের অনুপ্রেরণা জোগাবে। উল্লেখ্য গত কয়েক বছরে বাংলাদেশের সঙ্গে গত এক বছরে সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছিল। এবার তা কাটাতে আসরে নেমেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। রাজনৈতিক শিবিরের মতে, জাতীয়তাবাদের হাওয়াতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধজয়ের এই বীরগাথাকেও ভাসানো হচ্ছে।
৫৫ বছর পর ফের চালু চিলাহাটি-হলদিবাড়ি রেল পথ, ইতিহাসের সাক্ষী দুই বাংলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2020 02:51 PM (IST)
উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, বিজয় দিবস আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিন মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন হাসিনা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -