মুম্বই: লকডাউনের জেরে আটকে পড়া সমস্ত মানুষ যেন নিজের ঘরে ফেরেন, এই ইচ্ছা নিয়েই ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তারপর প্রায় ৩ মাস অক্লান্তভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সবরকম ব্যবস্থা করছেন তিনি। আটকে পড়া শ্রমিকদের কাছে এখন 'দেবতুল্য' সোনু সুদ। তাই তামিলনাড়ুতে ফিরে যাওয়ার আগে সোনুকে আরতি করে সম্মান জানালেন ইডলি বিক্রেতা মহিলারা।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য একাধিক বাস ভাড়া করেছেন সোনু সুদ। সামাজিক দূরত্ব মেনে সেইসব বাস পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের বাড়ি। কেবল বাস নয়, ৩ টি ট্রেনও ভাড়া করেছেন সোনু। এমনকি বিমানে করেও ফেরত পাঠিয়েছেন কিছু পরিযায়ী শ্রমিককে। সম্প্রতি ২০০ জন পরিযায়ী ইডলি বিক্রেতাকে মুম্বই থেকে তামিলনাড়ুর বসতভিটেতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সোনু। তাঁদের জন্য আনা হয়েছে বাস।

বাসে ওঠার আগে দেখা যায় ওই দলেরই কিছু মহিলা আরতি করছেন সোনুকে। হাত জোড় করে এই সম্মান গ্রহণ করতে দেখা যায় অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ফের একবার প্রশংসায় ফেটে পড়েন অনুরাগীরা। কেই বলেন, 'সোনু সুদের মতো মানুষকেই সমাজের প্রয়োজন।' আবার কেউ বলেন, 'বলিউডের অন্যান্য তারকাদের সোনুর কাজ থেকে শিক্ষা নেওয়া উচিত।'



অন্যদিকে মুম্বইতে আটকে পড়া উত্তরাখণ্ডের শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য সোনুকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ফেসবুক পোস্টে রাওয়াত লেখেন, 'আজ অভিনেতা সোনু সুদের সঙ্গে টেলিফোনে কথা বললাম। তাঁকে তাঁর মানবিক কাজের জন্য আমি ধন্যবাদ জানাই। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পরিযায়ীদের সাহায্য করে চলেছেল।' এই পোস্টের উত্তর দিয়ে সোনু লেখেন, 'আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনার ধন্যবাদ ও শুভেচ্ছা আমায় শক্তি জোগাবে। খুব তাড়াতাড়ি আমি কেদার-বদ্রী দর্শন করতে উত্তরাখণ্ড যাব।'

পরিযায়ী শ্রমিকরা যাতে আরও সহজভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরার আর্জি জানাতে পারে সেজন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বরও খুলেছেন তিনি।