মুম্বই: মাস্ক পরে কার্যত করুণ মুখে দাঁড়িয়ে এক দুধবিক্রেতা। জোর গলায় অভিযোগের সুরে তিনি বলছেন, 'মাঝরাতে ফোন আসে, সকাল বেলা ফোন আসে... সারাদিন ফোন আসতে থাকে। এত সমস্যা হয়!' যিনি ভিডিও শ্যুট করছেন, তৎক্ষণাৎ একটু কড়া সুরে উত্তর দিচ্ছেন, 'আমার কাছে তো ফোন আসে, আমিও তো শুনি। তোর এত কী সমস্যা!' গলাটা সোনু সুদের। ভিডিও শ্যুটও করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মজার সেই ভিডিও।
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। নজির সৃষ্টি করেছেন। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকেই কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ... মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। একেবারে প্রথম বছরের মতই দ্বিতীয় বছরে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
সোনুর পোস্ট করা এই নতুন এই ভিডিও তার দুধ বিক্রেতার। তাঁর অভিযোগ, গোটা দিন তাঁর মোবাইলে ফোন আসছে। প্রত্যেকেই ফোন করে সোনু সুদের খোঁজ চাইছেন। কারও আর্জি হাসপাতালে ভর্তি করানোর। আবার কেই অভিযোগ করছেন, তাঁর বার্তা ঠিকভাবে পৌঁছনো হচ্ছে না সোনু সুদের কাছে। হাসতে হাসতে সোনু সুদ উত্তর দিচ্ছেন, 'মানুষের সেবা তো করতেই হবে। আমার কাছেও তো সারাদিন প্রচুর ফোন আসে। আমি কি সামলাই না!' করুণ স্বরে সেই দুধবিক্রেতার উত্তর, 'আপনার মত ক্ষমতা আর শক্তি আমার নেই। আমি আমার সাধ্য মতো কাজ করি।'
ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, 'এত চাপ আর ও নিতে পারছে না। সবাই আমায় প্রশ্ন করেন, কী করে আমি সবটা সামলাই। একদিন এসে আমার সঙ্গে থাকুন। তাহলেই বুঝতে পারবেন'
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন তিনি। ৪৬ সেকেন্ডের ভিডিও জুড়ে ক্রমাগত আসছে মেসেজ, ফোন। ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, 'এই গতিতে সাহায্যের আবেদন আসছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাইকে সাহায্য় করার। যদি কারোও সাহায্যের উত্তর না দিতে পারি আমাদের ক্ষমা করবেন।' এর কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছিলেন সোনু সুদ। সেখানে তিনি লিখেছিলেন, রাতে ঘুমাতে পারছেন না তিনি। সারাদিন মানুষের সাহায্যের আর্তি আসছে।